Akash Deep

‘বুমরাহ ঈশ্বরের উপহার’, অস্ট্রেলিয়া থেকে ফিরে অভিজ্ঞতা ভাগ করে নিলেন বাংলার পেসার আকাশ

চোটের কারণে আপাতত রঞ্জি ট্রফি খেলতে পারছেন না আকাশ দীপ। তবে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা জানালেন। জসপ্রীত বুমরাহের সঙ্গে বল করার অভিজ্ঞতাও ভাগ করে নিলেন আকাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৪
Share:

আকাশ দীপ। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় দু’ম্যাচে পাঁচ উইকেট। আকাশ দীপের বোলিং নজর কেড়েছে সকলের। কিন্তু চোটের কারণে আপাতত রঞ্জি ট্রফি খেলতে পারছেন না তিনি। তবে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা জানালেন। জসপ্রীত বুমরাহের সঙ্গে বল করার অভিজ্ঞতাও ভাগ করে নিলেন আকাশ।

Advertisement

আকাশের মতে বুমরাহ ঈশ্বরের উপহার। ব্রিসবেন এবং মেলবোর্নে বুমরাহের সঙ্গে বল করার সুযোগ পেয়েছিলেন বাংলার পেসার। তিনি মনে করেন বুমরাহের মতো বল কারও পক্ষে করা সম্ভব নয়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ বলেন, “বিশ্বের সেরা বোলার যখন তোমার সঙ্গে বল করে, তখন দুর্দান্ত লাগে। তবে সেই মাপের একজন বোলারকে সাহায্য করার কাজটাও বিরাট। সেই সঙ্গে অনেক কিছু শেখা যায়। খুব কাছ থেকে দেখা যায় কী ভাবে বুমরাহ বল করছে। কী চেষ্টা করছে। বিশ্বের সেরা বোলারের থেকে শিখে, সেটা নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করতে হয়। না হলে নিজেকে সাধারণ মানের দেখাবে। এটা আমাকে খুবই অনুপ্রেরণা দেয়।”

আকাশ যদিও মনে করেন, বুমরাহের মতো কিছু করা সম্ভব নয়। বাংলার পেসার বলেন, “বুমরাহের মতো কিছু জিনিস করলেই বুমরাহ হওয়া যায় না। ও ঈশ্বরের উপহার। সম্পূর্ণ নিখুঁত বোলার। সব বোলার ওর মতো হয় না। ও যা করে তা করাও সম্ভব নয়। তবে টেকনিক শেখা সম্ভব। বিপক্ষের চাপ তৈরি কী ভাবে করতে হয়, সেটা শিখেছি।”

Advertisement

বিরাট কোহলির থেকে একটি ব্যাট উপহার পেয়েছেন আকাশ। সেই ব্যাট নিয়েই অস্ট্রেলিয়ায় খেলতে নেমেছিলেন তিনি। ছক্কাও মেরেছিলেন। আকাশ বলেন, “ওই ব্যাটটাই আলাদা। দেখলেন না ছয়টা কত দূর গেল।” এক জন বোলার হয়েও যে তিনি বিরাটের থেকে ব্যাট উপহার পেয়েছেন, তাতেই খুশি আকাশ।

এখন চোটের কারণে খেলতে পারছেন না আকাশ। তাঁর পিঠে চোট। যে চোটের কারণে সিডনিতে খেলতে পারেননি। তিনি বলেন, “এখন ঠিক আছি। খুব একটা অসুবিধা হচ্ছে না। এই মাসের শেষে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাব। সেখানে আমার চোটের জায়গা পরীক্ষা করে দেখা হবে। তার পর জানতে পারব যে, কবে আবার খেলতে নামব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement