হাসানই বাজি ওয়াকারের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সেই ধুন্ধুমার ম্যাচে বিরাট কোহলীর দলকে হারিয়ে দিতে পারেন বাবর আজমরা। এমনটাই মনে করছেন ওয়াকার ইউনিস। প্রাক্তন জোরে বোলারের মতে, পাকিস্তান দলের প্রতিভা রয়েছে ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর। তিনি আলাদা করে উল্লেখ করেছেন হাসান আলির নাম।
ওয়াকার মনে করেন, হাসান আলি পাকিস্তানের কালো ঘোড়া হতে পারেন। এক ওয়েবসাইটে বলেছেন, “বোলিং বরাবরই আমাদের শক্তি। অতীতে বহু বার বিপক্ষের রান আটকে রেখেছি আমরা। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেটা দেখা গিয়েছে। সেই পারফরম্যান্স এ বারও হতে পারে। বাকিদের থেকে হাসান নিজের বোলিংটা আরও ভাল বুঝতে পারে। তাই আমাদের বোলিং বিভাগে ও-ই সবার সেরা। বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে ওর।”
আগামী ২৪ অক্টোবর ভারত খেলবে পাকিস্তানের বিপক্ষে। ওয়াকারের কথায়, “আমি সত্যি বিশ্বাস করি যে নিজেদের ক্ষমতা অনুযায়ী খেললে ভারতকে হারাতে পারে পাকিস্তান। হ্যাঁ, কাজটা সহজ হবে না। কিন্তু আমাদের দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। নিঃসন্দেহে একটা বড় ম্যাচ খেলতে নামবে ওরা। দুটো দলের উপরেই চাপ থাকবে। যদি আমরা জিততে চাই, তা হলে প্রথম কয়েকটা বল বা কয়েকটা রান খুব গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ওয়াকার।