ishant sharma

WTC Final 2021: ইশান্তের চোট পাওয়া আঙুলে একাধিক সেলাই

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পান ইশান্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ০৯:৩৪
Share:

আঙুলে চোট পান ইশান্ত শর্মা। —ফাইল চিত্র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সময় ডান হাতের আঙুলে চোট পান ইশান্ত শর্মা। ভারতীয় পেসারের সেই হাতে একাধিক সেলাই হয়েছে। তবে চোট খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেই জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-এর ওই কর্তা বলেন, “দশ দিনের মধ্যে সেলাই কাটা হবে। ইংল্যান্ড সিরিজের আগে এখনও ৬ সপ্তাহ বাকি। তার আগেই ইশান্ত সুস্থ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।” নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পান ইশান্ত। ডান হাতের মধ্যমা এবং অনামিকার মাঝে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার সাদাম্পটন থেকে লন্ডন চলে গিয়েছে ভারতীয় দল। সেখান থেকে ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটানোর জন্য ২০ দিনের ছুটি পাবেন। তবে বেশির ভাগ ক্রিকেটার লন্ডনেই থাকবেন বলে জানিয়েছেন বিসিসিআই-এর ওই কর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement