ICC World Test Championship

WTC Final 2021: এটাই নিউজিল্যান্ডের সর্বকালের সেরা দল, মনে করেন রিচার্ড হেডলি

হেডলি মনে করেন দেশের বাইরেও দারুণ খেলেছে কিউইরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ০০:৩৫
Share:

উল্লসিত নিউজিল্যান্ড ক্রিকেটাররা টুইটার

দু’ বছর ধরে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম বার নিউজিল্যান্ডকে বিশ্বের সেরা করেছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন রিচার্ড হেডলি। তাঁর মতে এটাই নিউজিল্যান্ডের সেরা দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভবিষ্যৎবাণী করতে চাননি প্রাক্তন কিউই অধিনায়ক।

Advertisement

উইলিয়ামসনদের জয়ের পর তিনি বলেন, ‘‘এটা নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে সেরা দিন। এটাই নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা দল। হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। তবে বিরাটের শক্তিশালী ভারতের বিরুদ্ধে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। গত কয়েক বছরে তারা তাদের দলকে অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছে।’’

ক্রিকেটের ইতিহাসে প্রথম ৪০০ উইকেট পাওয়া হেডলি মনে করেন দেশের বাইরেও দারুণ খেলেছে কিউইরা। তিনি বলেন, ‘‘শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও গত দুই বছরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার যোগ্য দাবিদার তারা। এই দলের প্রত্যেকে পেশাদার, আর এরা প্রত্যেকে একসঙ্গে এই খেতাব জেতার জন্য লড়াই করেছে।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘তবে শুধু ক্রিকেটাররা নয়, দারুণ কাজ করেছেন দলের সঙ্গে থাকা কর্মীরাও। তাঁরা ছাড়া এটা জেতা সম্ভব হত না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement