বিরাট কোহলী। ফাইল ছবি
অস্ট্রেলিয়ার পর এ বার ইংল্যান্ডের মাটিতেও ১০০০ রান হয়ে গেল বিরাট কোহলীর। সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। রবিবার ক্রেগ ওভার্টনকে কভার ড্রাইভে চার মারার পরেই সচিন, দ্রাবিড়ের পাশে বসলেন কোহলী।
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে যথাক্রমে ১৮০৯ এবং ১৫৭৫ রান রয়েছে সচিনের। দ্রাবিড়ের ক্ষেত্রে এই রান যথাক্রমে ১১৪৩ এবং ১৩৭৬। অর্থাৎ, ইংল্যান্ডের মাটিতে এখনও সব থেকে সফল দ্রাবিড়ই। সেই কীর্তি ছোঁয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন কোহলী। শুধু ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায়, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মাটিতেও হাজারের উপর রান রয়েছে কোহলীর।
তবে কোহলীর থেকে বড় রানের প্রত্যাশা থাকলেও এ বারও হতাশ করেছেন তিনি। ৪৪ রানে ফিরে গিয়েছেন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৪৬৬ রানে। লিড ৩৬৭ রানের।