রাহুলের জরিমানা ছবি রয়টার্স
আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেছিলেন। এই অপরাধে চতুর্থ টেস্টের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হল কেএল রাহুলের। শনিবার ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই শাস্তি ঘোষণা করেছেন।
ভারতীয় ইনিংসের ৩৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে ক্যাচ আউট হন রাহুল। তবে কিছুতেই তিনি বিশ্বাস করতে চাইছিলেন না যে বল তাঁর ব্যাটে লেগেছে। মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন। আইসিসি-র নিয়ম অনুযায়ী, তিনি আচরণবিধির ১ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। ফলে জরিমানার পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি রাহুলের প্রথম অপরাধ।
রাহুল বিরোধিতা করলেও রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে যে বল তাঁর ব্যাট ছুঁয়েছে। ফলে আউটটি বৈধ। আম্পায়ার কোনও ভুল করেননি। আগামী দু’বছরে রাহুলের নামের পাশে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে তিনি নির্বাসিত হতে পারেন।