Poor condition of road

খারাপ রাস্তায় বেড়েছে গাড়ি ভাড়া, ক্ষতি আনাজ চাষে

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে ওই রাস্তা খারাপ ছিল। ২০২১ সাল নাগাদ ভাঙড়ের জমি কমিটির আন্দোলনের জেরে রাস্তাটি নতুন করে তৈরি হয়েছিল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ০৭:৫৭
Share:

শ্যামনগর-পাকাপোলের বেহাল রাস্তা। ছবি: সামসুল হুদা ।

ভাঙড় ২ ব্লকের শ্যামনগর থেকে পাকাপোল পর্যন্ত ছ’কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল। অভিযোগ, বেহাল রাস্তার কারণে আনাজ বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়ছেন চাষিরা। দুর্ভোগে পড়ছেন স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলেই।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে ওই রাস্তা খারাপ ছিল। ২০২১ সাল নাগাদ ভাঙড়ের জমি কমিটির আন্দোলনের জেরে রাস্তাটি নতুন করে তৈরি হয়েছিল। তারপর থেকে আর রাস্তার সংস্কার হয়নি। ফলে বর্তমানে রাস্তা থেকে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওই রাস্তার দু’পাশে রয়েছে আনাজ খেত। মাঠ ভর্তি কপি, ক্যাপসিকাম, টমেটো সহ নানা আনাজ। রাস্তার উপরেই রয়েছে পোলেরহাট হাই স্কুল, ভগবানপুর হাই স্কুল, পঞ্চায়েত অফিস, পোলেরহাট আনাজ বাজার, পাকাপোল আনাজ বাজার-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস।

স্থানীয় চাষি খতিব মোল্লা বলেন, “বেহাল রাস্তার কারণে মাঠের আনাজ বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। এই রাস্তায় কোনও গাড়ি মাল নিয়ে যেতে চায় না। বেশিরভাগ সময়ে অতিরিক্ত ভাড়া দিতে হয়। চাষিদের কথা ভেবে অন্তত দ্রুত ওই রাস্তা সংস্কার করা প্রয়োজন।”

Advertisement

দিন কয়েক আগে ওই রাস্তায় পড়ে গিয়ে আহত হয় পোলেরহাট হাই স্কুলের এক ছাত্র সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হয়। স্কুলের এক শিক্ষক বলেন, “অবিলম্বে ওই রাস্তা সংস্কার না হলে ছোট ছোট বাচ্চারা খুব সমস্যায় পড়ছে।”

জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, “রাস্তাটি বহুদিন ধরেই বেহাল। শাসক দলের নেতারা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত। এলাকার উন্নয়নের দিকে তাদের কোনও খেয়াল নেই।” এ বিষয়ে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম বলেন, “রাস্তাটির অবস্থা খারাপ। মাঝে একবার সংস্কার করা হয়েছিল। আবারও যাতে সংস্কারের কাজ হয়, তার জন্য সমস্ত দফতরকে জানানো হয়েছে।” ভাঙড় ২ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, “আলিপুর হাইওয়ে ডিভিশনের অধীন ওই রাস্তাটি। রাস্তা সংস্কারের জন্য ওই দফতরকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত কাজ শুরু হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement