হয়তো খেলবেন না রশিদরা। ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চলেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজের আয়োজন করবে তারা। খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহি বা কাতারে।
তালিবান আগ্রাসনের পর গোটা আফগানিস্তান এখনও বিপর্যস্ত। কিন্তু ক্রিকেটে তার প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে তালিবানের তরফে। সেই প্রতিশ্রুতি মেনেই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ারও কথা রয়েছে। এ বার ত্রিদেশীয় সিরিজ আয়োজনের মধ্যে দিয়ে তালিবানের সদর্থক ভূমিকা দেখছেন আফগানিস্তানের ক্রিকেটাররা।
তবে এই সিরিজ যখন হবে, তখন চলবে আইপিএল-এর দ্বিতীয় পর্ব। ফলে আফগানিস্তান যেমন পাবে না রশিদ খান, মহম্মদ নবিকে, তেমনই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজেরও প্রথম সারির ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যা রয়েছে।
তালিবান আগ্রাসনের পর সম্প্রতি কাবুল ক্রিকেট স্টেডিয়ামে একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়। জাতীয় দলের ক্রিকেটাররাও তাতে খেলেন। মাঠে ছিলেন চার হাজার দর্শক। আফগানিস্তানের পুরনো এবং নতুন, দু’ধরনের পতাকাই সেখানে দেখা গিয়েছে।