অইন মর্গ্যান। ফাইল ছবি
বৃহস্পতিবারের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করে হেরে গিয়েছে ইংল্যান্ড। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাদের ৮ রানে হারিয়েছে ভারত। ম্যাচের পর ভারতকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যতটা সম্ভব শিখতে চাইছেন তাঁরা।
মর্গ্যান বলেছেন, “এখনও পর্যন্ত সব থেকে উত্তেজক ম্যাচ খেললাম। ভারত অনেক ভাল খেলেছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে। গোটা ম্যাচেই শিশির ছিল এবং তার জন্যেই ম্যাচের রং বদলেছে বারবার। ভারত সেটাকে কাজে লাগিয়েছে। আমরা এই সিরিজ থেকে যতটা সম্ভব শিখতে চাইছি। আগামী সাত মাস তাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, পর পর বেন স্টোকস এবং মর্গ্যানের ফিরে যাওয়াই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত ছিল। তা মেনে নিয়েই ইংরেজ অধিনায়ক বলেছেন, “ম্যাচের মাঝামাঝি অবস্থায় আমরা খুশি ছিলাম। বল খুব একটা ঘুরছিল না। কিন্তু ১৬ এবং ১৭তম ওভারে পর পর তিন উইকেট পড়ে যায়। তখনই আমরা পিছিয়ে পড়ি। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ম্যাচ শেষ করে আসতে না পেরে আমরা হতাশ।”