একদিনের দল ঘোষণা ভারতের। ছবি: পিটিআই
বিরাট কোহলীর একদিনের দলেও ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব। দলে নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ। উইকেটরক্ষক হিসেবে দলে ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল। সূর্যকুমারের জায়গা হলেও ঈশান কিষাণকে নেওয়া হল না একদিনের দলে।
২৩ মার্চ থেকে শুরু হবে একদিনের সিরিজ। ৩ ম্যাচের এই সিরিজে ওপেনার হিসেবে থাকছেন রোহিত শর্মা, শিখর ধওয়ন এবং শুভমন গিল। অধিনায়ক কোহলীর সঙ্গে মিডল অর্ডারে থাকছেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমাররা। ২ পাণ্ড্য ভাইকেও রাখা হয়েছে একদিনের দলে। যশপ্রীত বুমরাকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। পেস আক্রমণের দায়িত্ব থাকছে ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজদের ওপর। পেস আক্রমণে নতুন মুখ কলকাতা নাইট রাইডার্সের প্রসিদ্ধ কৃষ্ণ। কুল-চা জুটিকেও দলে রেখেছেন নির্বাচকরা।
টি২০ সিরিজের শেষ ম্যাচ শনিবার। সেই ম্যাচে যে জিতবে সিরিজ তার। একদিনের সিরিজের দলও তার মাঝেই ঘোষণা করে দিল ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ