ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ওই সংস্থার একটি প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
ওই কাজের জন্য লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তির বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের ঠিকানায় যাবতীয় আনুষঙ্গিক নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। ওই দিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য নাম নথিভুক্ত করে নিতে পারবেন। তবে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক সম্পর্কে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই ফর্মটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। বেলা ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই সময়ের পর আর নাম নথিভুক্ত করা হবে না। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।