Binodini: Ekti Notir Upakhyan

মঞ্চ থেকে পর্দায় বিনোদিনী, দেব-রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ ‘নাট্যামোদী’ অনির্বাণ!

বাংলা থিয়েটারের মুকুটহীন সম্রাজ্ঞী তিনি। স্বল্পায়ু বিনোদিনী মঞ্চ, নাটকের জন্য নিবেদিতপ্রাণা। অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়জীবন শুরু মঞ্চে। তাই কি তিনি ‘নটী বিনোদিনী’র পাশে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৪:১০
Share:

‘নটী বিনোদিনী’ রুক্মিণী মৈত্রকে শুভেচ্ছায় অনির্বাণ ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম।

সচরাচর অন্য ছবির প্রচারে দেখা যায় না তাঁকে। সেই তিনিই জনসমক্ষে রুক্মিণী মৈত্রের ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রচার করলেন! অনির্বাণ ভট্টাচার্যের প্রচার ঝলক দেখে সাড়া পড়ে গিয়েছে। এই প্রথম তিনি দেব প্রযোজিত কোনও ছবির প্রচারমুখ। পরিচালক-অভিনেতার দাবি, তিনি প্রথমে মঞ্চাভিনেতা। বিনোদনী দাসী বঙ্গ রঙ্গালয়ের ইতিহাসের মুকুটহীন সম্রাজ্ঞী। তাই নিজের তাগিদেই এই ছবির প্রচারে।

Advertisement

পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘ভোগ’ সিরিজ়ের শুটিং শেষ। দাড়ি-গোঁফ কামিয়ে আগের মতো ঝকঝকে অনির্বাণ। চুলের হালকা রং বাড়তি জৌলুস ছাড়িয়ে তাঁর চেহারায়। অনির্বাণ বলছেন, “বাংলা থিয়েটারের মুকুটহীন সম্রাজ্ঞী নটী বিনোদিনীর আখ্যান অবলম্বনে, তাঁর জীবনের নানা জানা-অজানা কথা নিয়ে আসছে ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ২৩ জানুয়ারি মুক্তি পাবে রামকমল মুখোপাধ্যায়ের ছবিটি। একজন অভিনেতা হিসেবে, থিয়েটারকর্মী এবং চলচ্চিত্রকর্মী হিসেবে মুখ্য অভিনেত্রী রুক্মিণীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

রুক্মিণীর পাশাপাশি এই ছবির সম্পদ পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বোস, মীর আফসার আলির মতো অভিনেতা— সে কথা জানাতেও ভোলেননি তিনি। ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে তাই তিনি মন থেকে আগাম শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে ভূয়সী প্রশংসা করেছেন ছবির প্রযোজক-নিবেদক দেবের। অনির্বাণের কথায়, “এ রকম একটা ছবি দেব নিয়ে আসছেন। তিনি বাংলা বিনোদন দুনিয়ার ভরসাস্থল হয়ে উঠেছেন। তাঁকেও শুভেচ্ছা।” উল্লেখ্য, দেব-অনির্বাণ একত্রে এখনও পর্যন্ত ‘গোলন্দাজ’ ছবিতে অভিনয় করেছেন।

Advertisement

২৩ জানুয়ারি মুক্তি পাবে দেব-রুক্মিণীর ‘বিনোদিনী’। তার আগে অনির্বাণের এই প্রচার নিয়ে কিন্তু ব্যাখ্যা চলছে দুই অভিনেতার অনুরাগীদের মধ্যে। জনৈক অনুরাগী মন্তব্যবাক্সে লিখেই ফেলেছেন, “‘রঘু ডাকাত’ ছবিতে তার মানে অনির্বাণদা থাকবেন। আবার দেবদা আর অনির্বাণদাকে একসঙ্গে দেখতে পাব, ‘গোলন্দাজ’-এর পর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement