পোষ্যের সাজগোজে হাতের কাছে কোন কোন জিনিস রাখবেন? ছবি:ফ্রিপিক।
বাড়়িতে পোষ্য থাকলে সে-ও পরিবারের সদস্যই হয়ে ওঠে। অতিথি আসুক বা অনুষ্ঠান হোক, সকলেই যখন সাজগোজ করছেন, তখন পোষ্যই বা বাদ যায় কেন?
সারমেয়র রূপচর্চার ফেশিয়াল, মাস্ক না থাক, শ্যাম্পু থেকে সুগন্ধি কিন্তু থাকতেই পারে। শীতে যেমন মানুষের পা ফাটলে ক্রিম বা বাম মাখার চল রয়েছে, তেমনটা কিন্তু পোষ্যের জন্যও প্রযোজ্য। পোষ্যের সাজগোজ হল গ্রুমিং বা তাকে পরিচ্ছন্ন রাখা। শুধু তাকে দেখতে সুন্দর লাগবে বলে নয়, পরিচর্যা এবং তাকে পরিচ্ছন্ন রাখা জরুরি সারমেয়ের স্বাস্থ্যের জন্যেও।
কীটনাশক স্প্রে: পোষ্যের লোমশ শরীরে কিন্তু মাঝেমধ্যে পোকামাকড়ও বাসা বাঁধে। তাদের গায়ে এঁটুলি হয়। মশা, মাছিও বিরক্ত করে। বিশেষত সারমেয়কে বাইরে হাঁটাতে নিয়ে যাওয়ার আগে মাছি, পোকামাক়ড় থেকে তাদের রক্ষা করতে পোষ্যদের জন্য তৈরি কীটনাশক স্প্রে ব্যবহার করতে পারেন। তবে এই ধরনের কোন স্প্রে কোন প্রজাতির সারমেয়র জন্য কতটা ব্যবহার করতে হবে, কত বার দিতে হবে, সে ব্যাপারে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।
বাম: শীতের মরসুমে পোষ্যের পায়ের নীচের অংশও খসখসে হয়ে যায়। তাদের জন্য মেলে ‘প বাম’। এটা অবশ্য রাতে সে শুয়ে পড়লে মাখিয়ে দিতে পারেন। পা বা থাবার নীচের নরম অংশে আঙুলের সাহায্যে বাম নিয়ে হালকা মালিশ করে দিতে হবে।
সুগন্ধি: শুধু মনুষ্যকুলের জন্য নয়, চারেপেয়েদের জন্যও রকমারি সুগন্ধি মেলে। পোষ্যকে স্নান করানোর পর ঠিক ভাবে লোম না শুকোলে, নির্দিষ্ট সময় অন্তর শ্যাম্পু দিয়ে স্নান না করালে, ঠিকঠাক পরিচর্যা না করলে তাদের শরীর থেকেও বিশ্রী গন্ধ বেরোতে পারে। সে কারণে পোষ্যের সুগন্ধি ব্যবহৃত হয়। নানা ভাবে এটি ব্যবহার করা যায়। শ্যাম্পু দিয়ে স্নানের পর লোম হালকা ভিজে থাকাকালীন সুগন্ধি স্প্রে করা যায়, আবার শুকনো শরীরেও করা যায়। শীতের দিনে পোষ্যকে কোট পরালে, তাতেও সুগন্ধি দিতে পারেন। এ ছাড়া হাতে সুগন্ধি নিয়ে পোষ্যের কানের পাশে একটু করে লাগিয়ে দিলে, সুন্দর গন্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। পাশাপাশি, কোনও উপকরণে পোষ্যের অ্যালার্জি থাকলে সাবধান হওয়া দরকার।
চিরুনি: পোষ্যের লোম কিন্তু আঁচড়ানো জরুরি। এ জন্য বিশেষ ধরনের চিরুনি পাওয়া যায়। যার দাঁড়ায় সহজেই আলগা লোম উঠে আসে। এতে এক দিকে যেমন ঘরে লোম ছড়িয়ে পড়ার সম্ভবনা কমে, তেমনই সারমেয়ের গা পরিষ্কার থাকে।
ড্রাই শ্যাম্পু: চারপেয়ের সাজসজ্জার তালিকায় থাকা শীতের কোটটিও পরিচ্ছন্ন রাখা জরুরি। এ জন্য ব্যবহার করতে পারেন ড্রাই শ্যাম্পু। পোষ্যের কোটে সেই শ্যাম্পু স্প্রে করে ব্রাশের সাহায্যে ঘষে দিলেই তা পরিষ্কার হয়ে যবে। তবে খেয়াল রাখা প্রয়োজন, এই ধরনের শ্যাম্পু যেন তার নাকে, মুখে বা চোখে না ঢুকে যায়।