Sam Kerr And Kristie Mewis

অসি ফুটবল অধিনায়ক স্যাম কের অন্তঃসত্ত্বা, প্রেমিকাকে পাশে নিয়ে দিলেন সুখবর

অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দলের অধিনায়ক স্যাম কের অন্তঃসত্ত্বা। প্রেমিকা তথা আমেরিকার ফুটবলার ক্রিস্টি মিউইসকে পাশে নিয়ে এই সুখবর দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২০:৪৭
Share:

স্যাম কের (বাঁ দিকে) ও ক্রিস্টি মিউইস। সুখবর শুনিয়েছেন ফুটবলার জুটি। ছবি: সমাজমাধ্যম।

সুখবর শোনালেন অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দলের অধিনায়ক স্যাম কের। তিনি অন্তঃসত্ত্বা। প্রেমিকা তথা আমেরিকার ফুটবলার ক্রিস্টি মিউইসকে পাশে নিয়ে এই খবর দিয়েছেন কের। ইংল্যান্ডের ক্লাব চেলসিতে খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কের। তাঁর প্রেমিকাও ক্লাব ফুটবল ইংল্যান্ডে খেলেন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে রয়েছেন তিনি।

Advertisement

সমাজমাধ্যমে দু’জনের চারটি ছবি দিয়েছেন কের। সেখানে কেরের স্ফীতোদর দেখা যাচ্ছে। দু’জনকে দেখে বোঝা যাচ্ছে, পরিবারে নতুন সদস্য আসতে চলায় কতটা খুশি তাঁরা। ক্যাপশনে লেখা, ‘২০২৫ সালে মিউইস ও কেরের সন্তান আসছে।’

মহিলাদের ফুটবলে কের বড় নাম। পাঁচটি ওমেন’স সুপার লিগ, তিনটি এফএ কাপ ও দু’টি লিগ কাপ জিতেছেন তিনি। চেলসির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বেড়েছে তাঁর। অন্য দিকে আমেরিকার জাতীয় দলের হয়ে ৫৩টি ম্যাচ খেলা মিউইস গত মরসুমেই ওয়েস্ট হ্যামে যোগ দিয়েছেন। এই খবরের পর দু’জনকে শুভেচ্ছা জানিয়েছে ওয়েস্ট হ্যাম।

Advertisement

টোকিয়ো অলিম্পিক্সের সময় প্রতিপক্ষ দলের হয়ে খেলতে গিয়ে প্রথম আলাপ দুই ফুটবলারের। অলিম্পিক্স চলতে চলতেই প্রেম হয় দু’জনের। সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল আমেরিকা। খেলা শেষে মাঠেই কেরকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল মিউইসকে। পরবর্তী কালে মিউইসও অনেক জায়গায় জানিয়েছেন, তাঁর কেরিয়ারে কেরের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। সেই জুটিই এ বার খুশির খবর শুনিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement