বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজ়রায়েলি হামলায় গাজ়ায় মৃত্যু হয়েছে অন্তত ৭১ জনের! ছবি: রয়টার্স।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছিলেন, গাজ়ায় সংঘর্ষবিরতির উদ্দেশ্যে কাতারে আয়োজিত বৈঠকে যোগ দেবে তাঁর সরকার। ঘটনাচক্রে, তার কয়েক ঘণ্টার মধ্যেই প্যালেস্টাইনিদের ভূখণ্ডে নতুন উদ্যমে বিমানহানা শুরু করল তেল আভিভ!
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজ়রায়েলি হামলায় গাজ়ায় মৃত্যু হয়েছে অন্তত ৭১ জনের! নিহতদের মধ্যে রয়েছেন গাজার পুলিশপ্রধান মাহমুদ সালাহ এবং সহকারী প্রধান হুসসাম শাহওয়ান। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ স্বশাসিত গাজ়া কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণের খান ইউনূস এলাকায় আল-মাওয়াসি শরণার্থী শিবিরে গিয়েছিলেন দুই পুলিশকর্তা। সেখানে ইজ়রায়েলি বিমানহানায় তাঁরা দু’জন-সহ মোট ১১ জন নিহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিতে ইজ়রায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। হামলায় নিহত ইজ়রায়েলির সংখ্যা ছিল প্রায় ১৪০০। তা ছাড়া প্রায় তিনশো ইজ়রায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে গিয়েছিল হামাস। তার পরেই এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসকে নিশ্চিহ্ন করার পণ নিয়ে গত ১৫ মাস ধরে হামলা চালিয়ে প্যালেস্টাইনি ভূখণ্ডটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইজ়রায়েল। এখনও পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে ৪৫ হাজারের বেশি মানুষ!