India vs Australia

পার্‌থ টেস্টের তিন দিন আগেই ভারতের প্রথম একাদশের ইঙ্গিত, কাদের খেলার সম্ভাবনা

পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন? ম্যাচ শুরুর তিন দিন আগে বিরাট কোহলিদের অনুশীলন থেকে তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৪
Share:

নেটে ব্যাট করার সময় বিরাট কোহলি। মঙ্গলবার পার্‌থে। ছবি: এএফপি।

অধিনায়ক রোহিত শর্মা খেলবেন না। চোটে বাদ পড়েছেন শুভমন গিল। অর্থাৎ, পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে বদল নিশ্চিত। কারা খেলবেন? ম্যাচ শুরুর তিন দিন আগে বিরাট কোহলিদের অনুশীলন থেকে তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

পার্‌থের অপ্টাস স্টেডিয়ামে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। প্রথমেই দেখা গিয়েছে ফিল্ডিংয়ে জোর দিতে। বিশেষ করে স্লিপ ফিল্ডিং। অস্ট্রেলিয়ার উইকেটে স্লিপে অনেক বেশি ক্যাচ যায়। তাই স্লিপে যাঁরা থাকেন তাঁদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। এই ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চাইছেন না গৌতম গম্ভীরেরা।

স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের দেখে প্রথম একাদশে কারা খেলবেন তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। চার জনকে সারা ক্ষণ দেখা গিয়েছে উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ অনুশীলন করতে। তাঁরা হলেন, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও দেবদত্ত পড়িক্কল। তাঁরা বাদে কখনও সরফরাজ় খান, কখনও ধ্রুব জুরেলকে দেখা গিয়েছে সেখানে। ফিল্ডারদের দিকে নজর রেখেছিলেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। পরে বেশ কিছু ক্ষণ ফুটবল খেলতে দেখা যায় কোহলিদের।

Advertisement

ফিল্ডিংয়ের পরে ব্যাটিং অনুশীলন করে ভারতীয় দল। অপ্টাস স্টেডিয়ামের বাইরে সবুজ উইকেটে ব্যাট করতে নামেন ক্রিকেটারেরা। প্রথমেই নেটে যান রাহুল ও যশস্বী। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে নজর দেন তাঁরা। তিন ও চার নম্বরে দেখা যায় পড়িক্কল ও কোহলিকে। একটু পিছনের লেংথের বল বেশি খেলেন তাঁরা। ডিফেন্সের পাশাপাশি কাট, পুল খেলতেও দেখা যায় তাঁদের। পন্থের পরে ছ’নম্বরে ব্যাট করতে নামেন জুরেল। আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ব্যাট করতে দেখা যায় রবীন্দ্র জাডেজাকেও।

অনুশীলন থেকে বোঝা যাচ্ছে, পার্‌থে যশস্বীর সঙ্গে ওপেন করছেন রাহুল। তিন নম্বরে পড়িক্কলের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তেমনটা হলে বাংলার অভিমন্যু ঈশ্বরণের অভিষেক এখনও হবে না। রাহুল ওপেন করলে মিডল অর্ডারে একটি জায়গা ফাঁকা হবে। বিরাট ও পন্থ ছাড়া আর এক জন ব্যাটারকে খেলাত হবে। সেই জায়গার জন্য লড়াই হচ্ছে সরফরাজ় ও জুরেলের মধ্যে। অনুশীলন ম্যাচে জুরেল ভাল খেলেছেন। দরকারে উইকেটের পিছনে দস্তানা হাতেও দাঁড়াতে পারেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে সরফরাজ় খেলেছেন। তাই তাঁকেও দেখা যেতে পারে। অনুশীলনে কনুইয়ে চোট পেয়েছিলেন সরফরাজ়। তাই হয়তো এই সেশনে অনুশীলন করেননি তিনি।

দলের বোলারেরাও অনুশীলন সেরেছেন। বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এই ম্যাচে অধিনায়ক যশপ্রীত বুমরা। তাই সতীর্থ মহম্মদ সিরাজ় ও আকাশ দীপের সঙ্গে বেশি কিছু ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে প্রধান কোচ গম্ভীর ও বোলিং কোচ মর্নি মর্কেলও ছিলেন। ভারত তিন পেসার খেলালে এই তিন জনের খেলার সম্ভাবনা বেশি। আর যদি চার পেসার খেলায় তা হলে বসতে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। চতুর্থ পেসার হিসাবে এগিয়ে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। চমক হিসাবে কেকেআরের হর্ষিত রানাকেও খেলাতে পারেন গম্ভীর।

২২ নভেম্বর থেকে পার্‌থে শুরু হবে প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে পাঁচ টেস্টের এই সিরিজ় জিততে হবে ভারতকে। তবে এ বার ভারতের সামনে চ্যালেঞ্জ কঠিন। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়ার ধাক্কা সামলে নামবেন কোহলিরা। এখন দেখার সিরিজ়ের শুরুটা ভারত কেমন করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement