ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনের অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। ওই প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করার জন্য জন্য এক জন কর্মী প্রয়োজন। নিযুক্তকে কানপুরের ডিফেন্স মেটিরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্টে কাজ করতে হবে।
রসায়ন কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন যাঁরা পিএইচডি থিসিস জমা দিয়েছেন, তাঁরাও উপস্থিত থাকতে পারবেন। তবে, যাঁরা ডিগ্রি পেয়েছেন, তাঁদেরই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১৪ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের জন্য কানপুরের ডিফেন্স মেটিরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্টে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।