India vs Australia

অস্ট্রেলিয়াকে কোন অস্ত্রে ঘায়েল করবে ভারত? পার্‌থে সিরিজ় শুরুর আগে জানিয়ে দিলেন বুমরা

রোহিত শর্মা না খেলায় প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়াকে তাঁরা কী ভাবে হারাবেন সেই মন্ত্র জানালেন বুমরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২০:৩৬
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

২২ নভেম্বর থেকে পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। রোহিত শর্মা না খেলায় প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। তিনি জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা তৈরি। অস্ট্রেলিয়াকে ভারত কী ভাবে হারাবেন সেই মন্ত্র জানিয়ে দিয়েছেন বুমরা।

Advertisement

ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ় খেলতে গিয়েছে ভারত। স্বাভাবিক ভাবেই চাপ অনেকটা বেশি বিরাট কোহলিদের উপর। কিন্তু আপাতত প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বুমরারা। তাঁরা নিজেদের দিকে লক্ষ্য রেখেছেন। আত্মবিশ্বাসে ভর করে সিরিজ় জিততে চান তাঁরা। বুমরা বলেন, “যে কোনও পরিস্থিতিতে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে সে কথাই হচ্ছে। আমরা আত্মবিশ্বাসে ভর করে এগোতে চাই। যখন আপনি শুধু নিজের প্রস্তুতির দিকে মন দেন ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন, সেটা মাঠে দেখা যায়। বাকিটা নিজে থেকেই হয়ে যায়।”

তবে শুধুই কি আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ জেতা যায়? অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধে নামার আগে একটা পরিষ্কার পরিকল্পনা দরকার। ভারতীয় দল যে সেই প্রস্তুতিও সারছে তা অনুশীলনে বোঝা গিয়েছে। ব্যাটারদের কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছে। কঠোর অনুশীলন করেছেন কোহলিরা। অস্ট্রেলিয়ায় জিততে হলে স্লিপ ক্যাচিং খুব গুরুত্বপূর্ণ। তাই স্লিপ ক্যাচিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন গৌতম গম্ভীরেরা।

Advertisement

এ বার যে দল অস্ট্রেলিয়ায় নামবে তাতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পড়িক্কল, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, আকাশ দীপদের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। রোহিত ও শুভমন গিল না থাকায় প্রথম টেস্টে কোহলি, ঋষভ পন্থ, বুমরা, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। গত দু’বার অস্ট্রেলিয়ায় গিয়েছে সিরিজ় জিতেছে ভারত। তার মধ্যে গত বার প্রায় অনভিজ্ঞ একটি দল সেখানে গিয়ে জিতেছিল। তাই বেশি চাপ নিতে চাইছেন না বুমরারা। শুধু নিজেদের উপর ভরসা রাখতে চাইছেন। সেটাই জানিয়েছেন পার্‌থে ভারতের অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement