FIFA World Cup Qualifier

এগিয়ে গিয়েও হার মেসিদের, ড্র ব্রাজিলের, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে আর্জেন্টিনাই

আর্জেন্টিনা হারল প্যারাগুয়ের বিরুদ্ধে। ব্রাজিল ড্র করল ভেনেজুয়েলার সঙ্গে। ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলকে হারিয়ে চমক দিল প্যারাগুয়ে। যদিও লিগ তালিকায় শীর্ষে রইল লিয়োনেল মেসির দলই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১০:২১
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

লাতিন আমেরিকার দুই বড় দলের কেউই জয় পেল না। শুক্রবার ভোরে আর্জেন্টিনা হারল প্যারাগুয়ের বিরুদ্ধে। ব্রাজিল ড্র করল ভেনেজুয়েলার সঙ্গে। ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলকে হারিয়ে চমক দিল প্যারাগুয়ে। যদিও লিগ তালিকায় শীর্ষে রইল লিয়োনেল মেসির দলই।

Advertisement

আর্জেন্টিনাকে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন লাউতারো মার্তিনেস। কিন্তু ৮ মিনিটের মধ্যে সমতা ফেরায় প্যারাগুয়ে। গোল করেন আন্তোনিয়ো সানাব্রিয়া। খুব একটা সুযোগ পাচ্ছিলেন না মেসি। তাঁকে প্রায় বোতল বন্দি করে ফেলে প্যারাগুয়ের রক্ষণভাগের ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের জয়সূচক গোলটি করেন প্যারাগুয়ের ওমর আলদেরেত। হারলেও যোগ্যতা অর্জন পর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই। প্যারাগুয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। তারা সমসংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ১৬ পয়েন্ট।

অন্য ম্যাচে, ব্রাজিলও এগিয়ে যাওয়ার পরেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ৪৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। ১-০ এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেনেজুয়েলা মাঠে নামায় টেলাস্কো সেগোভিয়াকে। মাঠে নেমেই গোল করেন তিনি। আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে ভেনেজুয়েলা। তারা রয়েছে সপ্তম স্থানে।

Advertisement

ব্রাজিলের পরের ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে। বুধবার সকালে খেলবে তারা। একই দিনে খেলবে আর্জেন্টিনা। মেসিদের সে দিন খেলতে হবে পেরুর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement