Mohammed Shami

শামি চার উইকেট পেতেই অস্ট্রেলিয়ায় পাঠানোর ভাবনা শুরু বোর্ডের, অপেক্ষা রঞ্জির দ্বিতীয় ইনিংসের

ইনদওরে বাংলার হয়ে রঞ্জি খেলছেন শামি। সেখানে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের প্রধান নীতিন পটেল এবং নির্বাচক অজয় রাত্রা। তাঁদের দেওয়া রিপোর্টের উপরেই নির্ভর করবে শামি অস্ট্রেলিয়া যাবেন কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২১:৫০
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে যোগ দিতে পারেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিতেই শুরু আলোচনা। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে শামিকে অস্ট্রেলিয়া পাঠাতে। সেই সিদ্ধান্ত যদিও নির্ভর করছে দু’জনের উপর।

Advertisement

ইনদওরে বাংলার হয়ে রঞ্জি খেলছেন শামি। সেখানে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের প্রধান নীতিন পটেল এবং নির্বাচক অজয় রাত্রা। তাঁদের দেওয়া রিপোর্টের উপরেই নির্ভর করবে শামি অস্ট্রেলিয়া যাবেন কি না। নীতিন এবং রাত্রা রিপোর্ট দেবেন প্রধান নির্বাচক অজিত আগরকরকে। তিনি অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

শামি ইনদওরে কতগুলি উইকেট পাচ্ছেন তা যদিও দেখার জন্য বসে নেই নীতিনেরা। বোর্ডের এক কর্তা বললেন, “শামিকে এই ম্যাচ খেলানো হচ্ছে, কারণ এর পর রঞ্জি ট্রফির ম্যাচ ২৩ জানুয়ারি। তত দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শেষ হয়ে যাবে। তাই শামির ফিটনেস দেখার জন্য এই ম্যাচটাই একমাত্র সুযোগ ছিল। বিভিন্ন স্পেলে শামি ১৯ ওভার বল করেছেন। ৫৭ ওভারের অনেকটাই মাঠে ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ওঁকে আবার বল করতে হবে। আশা করা হচ্ছে শামি সেখানে আরও ১৫-১৮ ওভার বল করবেন। তবে ওঁর আসল পরীক্ষা হবে চার দিন খেলার পর। তখন শামি আবার ব্যথা অনুভব করেন কি না সেটা দেখা হবে। যদি না করেন তা হলে ভারতীয় দলে যোগ দেবে।”

Advertisement

শামির অস্ট্রেলিয়া যাওয়া এখন নির্ভর করছে নীতিনদের উপর। তাঁরা যদি সবুজ সঙ্কেত দেন তবেই আগরকরেরা তাঁকে পাঠানোর কথা ভাববেন। সে ক্ষেত্রে প্রথম টেস্টের আগেই অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারেন শামি। যদিও পার্‌থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম। প্রথম টেস্টের পর প্রাইম মিনিস্টার ইলেভেনের বিরুদ্ধে দু’দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে খেলতে পারেন শামি। তার পর দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর।

বুধবারের ১০ ওভারের পর এ দিনও প্রথম দুই ওভারে কোনও উইকেট পাননি শামি। এর পর মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে আউট করেন। উইকেটকিপারের হাতে ক্যাচ দেন শুভম। এর পর বোল্ড করে দেন সারাংশ জৈনকে। পরের দিকে দুই টেলএন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পর পর দু’বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সামনে তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নিলেই হ্যাটট্রিক করে ফেলবেন। ১৯ ওভার শেষে শামি ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement