অভিমন্যু ঈশ্বরণ। —ফাইল চিত্র।
ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে চোট পেলেন অভিমন্যু ঈশ্বরণ। রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে শেষ দু’টি ম্যাচ খেলা হবে না তাঁর। আগামী কয়েক সপ্তাহের জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন অভিমন্যু। ফিরে এসে বাংলার হয়ে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলেছিলেন। কিন্তু রঞ্জির গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না তাঁর।
গত কয়েক বছরে বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করছেন ওপেনার অভিমন্যু। ডাক পাচ্ছেন ভারতীয় দলেও। কিন্তু এখনও দেশের জার্সিতে অভিষেক হয়নি। অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে রোহিত শর্মা না থাকায় মনে করা হয়েছিল অভিমন্যুকে সুযোগ দেওয়া হবে। কিন্তু লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে ওপেন করায় ভারত। খেলানো হয় দেবদত্ত পাড়িক্কলকে। সুযোগ পাননি অভিমন্যু। পুরো অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচেও খেলা হয়নি। ফিরে এসে ঘরোয়া ক্রিকেট খেলার পথে বাধা হয়ে দাঁড়াল চোট। যে কারণে কিছুটা সমস্যায় বাংলা দলও।
লাল বলের ক্রিকেটে অভিমন্যুর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়া বড় ক্ষতি দলের। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বললেন, “আঙুলে চোট লেগেছে অভিমন্যুর। আগামী ম্যাচে খেলা হচ্ছে না। বাংলা নক আউটে উঠলে হয়তো পাওয়া যাবে ওকে।”
২৩ জানুয়ারি থেকে শুরু রঞ্জির ম্যাচ। কল্যাণীতে খেলবে বাংলা। বিপক্ষে হরিয়ানা। পাঁচ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে বাংলা সি গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপ শীর্ষে রয়েছে হরিয়ানা। তারা পাঁচ ম্যাচে পেয়েছে ২০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। তারা পাঁচ ম্যাচ খেলে পেয়েছে ১৮ পয়েন্ট। বাংলা যদি রঞ্জির নক আউটে উঠতে পারে, তা হলে অভিমন্যুকে পাওয়া যেতে পারে। গ্রুপে বাংলার শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ।