হতাশ অনুপম টুইটার
ইউরোর শেষ ষোলোয় মুখ থুবড়ে পড়েছে জোয়াকিম লো-র জার্মানি। মন খারাপ ফুটবল পাগল গায়ক অনুপম রায়ের। তবুও ফিরে আসবেই তাঁর দল, মনে প্রাণে বিশ্বাস করছেন তিনি।
তবে আনন্দবাজার অনলাইনের সঙ্গে যখন কথা বলছিলেন তখন প্রথমে তাঁর গলায় ঝরে পড়ছিল হতাশা। অনুপম বলেন, ‘‘আমার দল ছিটকে গিয়েছে। খুব মন খারাপ। মঙ্গলবার রাতের পর থেকে কিছুই ইচ্ছে করছে না।’’
এরপর অভিজ্ঞ ফুটবল বিশ্লেষকের মতো নিজেই বললেন, ‘‘লো তিন ডিফেন্ডার নিয়ে খেলা শুরু করায় প্রথম থেকেই ভয় হচ্ছিল। তবুও প্রতিবারের মতো ভরসা ছিল দলের ফুটবলাদের ওপর। তবুও হল না।’’
বরাবরই ফুটবলের ভক্ত অনুপম টুইটার
তবে ২০২২-এর বিশ্বকাপে ফের ভাল কিছুর আশায় রয়েছেন অনুপম। তিনি বলেন, ‘‘সবসময় সবটা ঠিক হয় না। মেনে নিতে হয়। পরের বছরই বিশ্বকাপ রয়েছে। সেখানে আশা করি ফিরে আসবে জার্মানি। অনেক অঘটন ঘটছে এবারের ইউরোতে।’’
ইউরোর পর দায়িত্ব ছাড়ার কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন লো। বিশ্বকাপ এনে দেওয়া কোচকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানালেন অনুপম। তিনি বলেন, ‘‘উনি আমাদের মত সমর্থককে অনেক কিছু দিয়েছেন। বিশ্বকাপ জিতেছি ব্রাজিলের মাটিতে। ব্রাজিলকে ৭-১ গোলে হারানো একটা আলাদা তৃপ্তি। সেই দিনটা সারা জীবন মনে থাকবে আমার। সবটা হয়েছে লো-র জন্যই। তাই ওঁকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। নতুন কেউ আসবেন। এখান থেকে দলকে এগিয়ে নিয়ে যাবেন। আশা করব বিশ্বকাপে ভাল কিছু করে দেখাবে দল।’