Khel Ratna

Khel Ratna: খেলরত্নের জন্য মনোনীত হল সুনীল ছেত্রীর নাম, অর্জুন পেতে পারেন বালা দেবী

সুনীল এখন আইএসএল-এর ক্লাব বেঙ্গালুরু এফসি-তে খেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৯:৪৭
Share:

খেলরত্নের জন্য মনোনীত সুনীল। ফাইল ছবি

অবশেষে হয়তো ফুটবলজীবনের সব থেকে বড় সম্মান পেতে চলেছেন সুনীল ছেত্রী।

Advertisement

ভারত অধিনায়কের নাম খেলরত্নের জন্য মনোনীত করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বালা দেবীর নাম।

সংবাদ সংস্থাকে এক কর্তা জানিয়েছেন, তথ্য এখনও জমা দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যেই তা জমা দেওয়া হবে।

Advertisement

সুনীল এখন আইএসএল-এর ক্লাব বেঙ্গালুরু এফসি-তে খেলেন। কিছুদিন আগেই নতুন করে চুক্তি করেছেন। অন্যদিকে, বালা দেবী খেলেন স্কটল্যান্ডের রেঞ্জার্সে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় দেশের হয়ে গোল করার নিরিখে লিয়োনেল মেসিকে টপকে গিয়েছিলেন সুনীল। কিন্তু কোপা আমেরিকায় পর পর গোল করায় এখন মেসি ফের টপকে গিয়েছেন সুনীলকে।

সম্প্রতি মেসিকে টপকে গিয়েছিলেন সুনীল।

গত বার পাঁচ ক্রীড়াবিদকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, যে ঘটনা অতীতে কোনওদিন দেখা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement