Shoid Akhtar

Shoaib Akhtar: আমির খানের ‘তারে জমিন পার’-এর গানে নাচছে শোয়েব আখতারের ছেলে মিকাইল

কিছুদিন আগেই রাজেশ খন্নার সিনেমা ‘অনুরোধ’-এর গান শুনিয়েছিলেন শোয়েব

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৪:০৫
Share:

শোয়েব আখতার ও মিকাইল ইন্সটাগ্রাম

পাকিস্তানের ক্রিকেটাররা বরাবরই পছন্দ করেন বলিউডের বিভিন্ন সিনেমা। শোয়েব আখতারও তার ব্যতিক্রম নন। তিনি শাহরুখ খানের ভক্ত। কেকেআর-এর হয়ে খেলার সময় থেকে শাহরুখের সঙ্গে বন্ধুত্বও হয় শোয়েবের। তবে তাঁর ছেলেও বলিউডপ্রেমী। তবে শোয়েব-পুত্র মহম্মদ মিকাইল আলির পছন্দের তারকা শাহরুখ খান নন আমির খান

Advertisement

টেলিভিশনে চলতে থাকা ‘তারে জমিন পার’ এর ‘বাম বাম বোলে’ গানটি শুনে নেচে উঠল চার বছরের ছোট্ট মিকাইল। তার নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার।

২০০৮ সালে কেকেআর-এর হয়ে আইপিএল-এ তিনটি ম্যাচে খেলেছিলেন শোয়েব। তারপর থেকেই শোয়েবের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় কিং খানের। তবে শুধু শাহরুখের ছবি নয়, পুরনো সিনেমাও বেশ পছন্দ করেন শোয়েব। কিছুদিন আগেই রাজেশ খন্নার সিনেমা ‘অনুরোধ’-এর গান ‘আতে যাতে খুবসুরত আওয়ারা’ শোনা গিয়েছিল তাঁর মুখে।

Advertisement

এবার নেটমাধ্যম মাতিয়ে তুলল তাঁর ছোট্ট ছেলে মিকাইল। তার নাচ ভাইরাল হতে সময় লাগেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement