BGT 2024-25

পিচে ৬ মিলিমিটার ঘাস, রেকর্ড গরম, কেমন হবে মেলবোর্নের উইকেট? জানালেন প্রস্তুতকারক

বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। কেমন পিচ হয়েছে সেখানে? ব্যাটারেরা সুবিধা পাবেন, না বোলারেরা? সেই সব বিষয়ে মুখ খুললেন পিচ প্রস্তুতকারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৯
Share:

তৈরি হচ্ছে মেলবোর্নের উইকেট। বৃহস্পতিবার থেকে এই পিচেই হবে খেলা। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ায় তিন টেস্টে তিন রকমের পিচ দেখা গিয়েছে। পার্‌থে গতি ও বাউন্সে সুবিধা পেয়েছেন পেসারেরা। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে দেখা গিয়েছে সুইংয়ের দাপট। ব্রিসবেনে গতি থাকলেও বাউন্স পার্‌থের থেকে কম ছিল। এ বার পালা মেলবোর্নের। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। কেমন পিচ হয়েছে সেখানে? ব্যাটারেরা সুবিধা পাবেন, না বোলারেরা? সেই সব বিষয়ে মুখ খুললেন পিচ প্রস্তুতকারক।

Advertisement

মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ জানিয়েছেন, গত দু’তিন বছর ধরে সেখানে যেমন পিচ হচ্ছে, তেমনটাই এই ম্যাচেও থাকবে। তিনি বলেন, “তিনটে দুর্দান্ত টেস্ট দেখেছি। তিনটে পিচই ভাল ছিল। এ বার আমাদের পালা। আমরা নতুন কিছু করার চেষ্টা করিনি। গত কয়েক বছর এই ধরনের পিচেই খেলা হচ্ছে।”

মেলবোর্নের পিচ আগে পাটা ছিল। ফলে সেখানে বরাবরই ব্যাটারদের দাপট দেখা যেত। কিন্তু কয়েক বছর আগে তাতে বদল করা হয়। সেই ব্যাখ্যাও দিয়েছেন ম্যাট। তিনি বলেন, “সাত বছর আগে আমরা বসে ঠিক করেছিলাম, পিচ বদলাতে হবে। নইলে ফলাফল হবে না। এখন পিচে ঘাস অনেক বেশি রাখছি। ফলে শুরুতে পেসারেরা সুবিধা পায়। পরে বল পুরনো হলে স্পিনারেরাও কিছুটা সুবিধা পায়। ফলে টেস্টের ফয়সালা হচ্ছে। গত দু’তিন বছর ধরে এই ধরনের পিচ আমরা তৈরি করছি। এ বারও তাই হবে।”

Advertisement

ম্যাটের কথা থেকে পরিষ্কার, মেলবোর্নের পিচে স্পিনারেরা খুব বেশি সুবিধা পাবেন না। ফলে এক স্পিনারের বেশি খেলানোর সম্ভাবনা দু’দলের কারও নেই। তিনি বলেন, “পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। পিচ খুব একটা ভাঙবে না। গত কয়েকটা টেস্ট দেখলে বোঝা যাবে স্পিনারদের থেকে পেসারেরা অনেক বেশি সুবিধা পেয়েছে। সেটা এ বারও একই রকম থাকবে। আমরা চাইছি, ব্যাট ও বলের সমান লড়াই হোক। কেউ বাড়তি সুবিধা না পাক। এতে যে দল ভাল সেই দল জিতবে।”

তবে মেলবোর্নে এ বার বড় সমস্যা সেখানকার তাপমাত্রা। টেস্ট শুরুর দিন তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। সেই পরিস্থিতিতে পিচের চরিত্র কিছুট বদলে যেতে পারে বলে মনে করেন ম্যাট। তিনি বলেন, “আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিচ যেমন থাকবে, ৪০ ডিগ্রিতে তো তা থাকবে না। গরম বেশি থাকলে একটু তাড়াতাড়ি পিচ ফাটবে। সে ক্ষেত্রে আবার স্পিনারদের গুরুত্ব বেড়ে যেতে পারে। আবহাওয়া মাথায় রেখে দু’দলকে প্রথম একাদশ নির্বাচন করতে হবে।”

গত বার অ্যাডিলেডে প্রথম টেস্ট হারার পর মেলবোর্নে জিতে সিরিজ়ে ফিরেছিল ভারত। শেষ পর্যন্ত সিরিজ় জিতেছিল তারা। এ বারও মেলবোর্নে জেতার লক্ষ্য নামছে তারা। তবে লড়াই সহজ নয়। মেলবোর্নে যে দল জিতবে সেই দল সিরিজ় হারবে না। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও এক পা বাড়িয়ে রাখবে সেই দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement