Viral Video

দু’টি দেওয়াল ভেঙে ৪২টি লকার সাফ! ব্যাঙ্কের কোটি টাকার গয়না নিয়ে পালাল ডাকাতেরা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যাঙ্কের পাশেই একটি ফাঁকা জায়গা ছিল। রবিবার রাতে সেখান থেকেই প্রথমে ব্যাঙ্কের দেওয়াল ভেঙে দেয় ডাকাতেরা। পরে লকার রাখার কক্ষের দেওয়ালও ভাঙে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

দু’টি দেওয়াল ভেঙে ঢুকে ব্যাঙ্কের ৪২টি লকার লুট। কোটি কোটি টাকার গয়না এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে পালাল ডাকাতেরা। লখনউয়ের চিনহাট এলাকায় রবিবার ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের একটি শাখায় হানা দেয় ডাকাতের দল। চুরির পর ব্যাঙ্কের অবস্থা কী রকম, সে সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যাঙ্কের পাশেই একটি ফাঁকা জায়গা ছিল। রবিবার রাতে সেখান থেকেই প্রথমে ব্যাঙ্কের দেওয়াল ভেঙে দেয় ডাকাতেরা। পরে লকার রাখার কক্ষের দেওয়ালও ভাঙে। সেখানে থাকা প্রায় ৪২টি লকারের তালা ভেঙে লুটপাট চালায় তারা। ওই লকারগুলিতে নগদ, কোটি টাকার গয়না এবং নানা মূল্যবান জিনিসপত্র ছিল বলে খবর। সে সবই চুরি গিয়েছে। সিসিটিভি ফুটেজে বেশ কয়েক জন ব্যক্তিকে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে লকার রাখার কক্ষে প্রবেশ করতে দেখা গিয়েছে। তাঁদের শনাক্ত করতে তদন্ত চলছে। ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াডকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে চুরি হওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনও নির্ধারণ করা যায়নি।

উত্তরপ্রদেশের সংবাদমাধ্যম ‘আনন্দী টিভি’র এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘটনাস্থল ঘুরে দেখছেন পুলিশ আধিকারিকেরা। যে দেওয়াল ভেঙে ডাকাতেরা ব্যাঙ্কের ভিতরে ঢুকেছিল, সেই জায়গাটিতে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement