যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স (টুইটার)।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের শেষ দিন উত্তাপ ছড়াল মাঠে। বাক্যুদ্ধে জড়ালেন দু’দেশের দুই তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং স্যাম কনস্টাস। মুখে জবাব দেওয়ার পর ব্যাট হাতেও ১৯ বছরের অস্ট্রেলীয় ব্যাটারকে সপাটে জবাব দিলেন ২৩ বছরের ওপেনার।
ঘটনাটি ভারতের দ্বিতীয় ইনিংসের। সোমবার চাপের মুখে ভাল ব্যাট করছিলেন যশস্বী। নাথান লায়ন বল করার সময় সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন কনস্টাস। যশস্বীকে বিরক্ত করার জন্য মুখের সামনে দাঁড়িয়ে নানা মন্তব্য করছিলেন অভিষেককারী অস্ট্রেলীয়। ক্রমাগত মন্তব্য, কটাক্ষে মেজাজ হারান ভারতীয় ওপেনার। কনস্টাসকে যশস্বী বলেন, ‘‘চুপ কর। নিজের কাজ কর।’’ যশস্বী মেজাজ হারাতে স্লিপ থেকে এগিয়ে আসেন স্টিভ স্মিথ। তিনি ভারতীয় ব্যাটারের কাছে জানতে চান, কী সমস্যা হয়েছে। তাঁকে যশস্বী বলেন, ‘‘ও এত কথা কেন বলছে? তার পরও হাসতে হাসতে কথা বলতে দেখা যায় কনস্টাসকে। স্বভাবতই মাথা ঠান্ডা হয়নি যশস্বীর।
লায়ন পরের বলটি দীর্ঘ লেংথে অফ স্টাম্পের একটু বাইরে করেন। মারার মতো বল পেয়ে দু’বার ভাবেননি যশস্বী। ব্যাট চালান সপাটে। বল গিয়ে লাগে সামনেই দাঁড়িয়ে থাকা কনস্টাসের কোমরে। ব্যথা পান তরুণ অস্ট্রেলীয়। কোমরের যেখানে বল আঘাত করে, সেখানে হাত না দিলেও মুখ কিছুটা শুকিয়ে যায় তাঁর। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মেলবোর্নে দু’ইনিংসেই রান পেয়েছেন যশস্বী। প্রথম ইনিংসে ৮২ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৮৪ রানের ইনিংস। অন্য দিকে, বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টেই অভিষেক হয়েছে কনস্টাসের।