জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
বর্ডার-গাওস্কর সিরিজ়ে এখনও পর্যন্ত ৩০টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের সহ-অধিনায়ক এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। সারা বছর বল হাতে ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি পেতে পারেন বুমরাহ।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বুমরাহ। আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের যে তালিকা তৈরি করেছে, তাতে বুমরার সঙ্গে আছেন আরও তিন ক্রিকেটার। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। সোমবার আইসিসি সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বুমরাহই এক মাত্র বোলার।
রবিবার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। তাতে আরশদীপ সিংহ, বাবর আজ়ম, ট্রেভিস হেড এবং সিকন্দর রাজার নাম ছিল। পুরস্কারের জন্য বুমরাহ মনোনয়ন না পাওয়ায় প্রশ্ন তুলেছিল ক্রিকেটপ্রেমীদের একাংশ। টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটার বিসাবে বুমরাহ মনোনয়ন পাওয়ায় তাঁরা স্বস্তি পেতে পারেন।
২০২৪ সালে এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। এ বছর বিশ্বের আর কোনও বোলার টেস্টে এত উইকেট পাননি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি সিরিজ়েও তিনি ভারতের সেরা পারফরমার। সিরিজ়ের প্রথম টেস্ট তাঁর নেতৃত্বেই জেতে ভারত।