রোহিত শর্মা। ছবি: এএফপি।
বৃহস্পতিবার সিডনিতে অনুশীলন শুরুর আগেই সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীর ইঙ্গিতটা দিয়েছিলেন। তার পরের দু’ঘণ্টায় মাঠে যা দেখা গেল, তাতে বড় ইঙ্গিত রয়েছে যে রোহিত শর্মা সিডনিতে বাদ পড়তে চলেছেন। রোহিতের ভাবভঙ্গি, আচরণ, অনুশীলনের ধরন— সব কিছু সে দিকেই ইঙ্গিত করছে।
সাংবাদিক বৈঠকে রোহিতের আসার কথা থাকলেও সকলকে চমকে দিয়ে গৌতম গম্ভীর হাজির হয়ে যান। তা শেষ হলে গম্ভীর চলে যান সদস্যদের গ্যালারিতে। কিছু ক্ষণ পরে সেখানে যান জসপ্রীত বুমরাহ। রোহিতকে তার কিছু ক্ষণ আগে দেখা গিয়েছিল মাঠে ফুট-ভলি খেলতে। হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান। পরে গ্যালারিতে বুমরা, গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভারতের বাকি ক্রিকেটারেরা একে একে অনুশীলনে নামলেও রোহিতকে কোথাও দেখা যাচ্ছিল না। বিরাট কোহলি, যশস্বী জয়ওয়ালেরা এক ঘণ্টা অনুশীলন করার পর নেটে ঢুকতে দেখা যায় রোহিতকে। সেটা আবির্ভাবও ছিল খুব সাদামাঠা। সঙ্গে কিট ছিল না। স্রেফ সোয়েটশার্ট এবং শর্টস পরে চলে এসেছিলেন। মেলবোর্নেও এই কাজ করেছিলেন। তবে সে বার সাংবাদিক বৈঠকে এসেছিলেন।
স্লিপ ক্যাচিংয়ে নেই রোহিত। ছবি: সমাজমাধ্যম।
সিডনিতে ৪০ মিনিটের হালকা সেশন করেন রোহিত। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ার থেকে থ্রোডাউন নেন। তত ক্ষণে সামনের সারির ব্যাটারদের অনুশীলন হয়ে গিয়েছে। রোহিত অনুশীলন করেন তনুশ কোটিয়ান এবং অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। ব্যাটিংয়ের কয়েকটি মুহূর্তে রোহিতকে দেখে ভালই লেগেছে। সামনে পায়ে এসে একটি ভাল পুল শট খেলেন। তেমনই একটি শট ছেড়ে দিতে গেলেও সেটি তাঁর অফস্টাম্প উড়িয়ে দেয়।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত দেখা গিয়েছে ফিল্ডিং অনুশীলনের সময়। এমনিতে রোহিত স্লিপে ফিল্ডিং করেন। তবে এ দিন স্লিপে কোথাও তাঁকে দেখা যায়নি। কোহলি, কেএল রাহুল, নীতীশ রেড্ডি এবং যশস্বী স্লিপে ক্যাচ অনুশীলন করেন। রোহিতকে বরং অনেকটা সময় কাটাতে দেখা গিয়েছে সহ-অধিনায়ক বুমরা, কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে।
তুলনায় অনেক বেশি সচল ছিলেন বুমরাহ এবং শুভমন গিল। শুভমনের প্রথম একাদশে ফেরা যে কার্যত নিশ্চিত তা অনুশীলনেই স্পষ্ট।