BGT 2024-25

শেষ টেস্টের ২৪ ঘণ্টা আগে ধাক্কা ভারতীয় দলে, চোটের জন‍্য বাদ পড়লেন বাংলার পেসার আকাশ দীপ

ভারতীয় শিবিরে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ। চোটের জন‍্যই সিডনি টেস্টে খেলা হবে না তাঁর। ম্যাচের আগের দিন এ কথা জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১০:৪৯
Share:
cricket

ভারতের পেসার আকাশ দীপ। — ফাইল চিত্র।

ভারতীয় শিবিরে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ। চোটের জন‍্যই সিডনি টেস্টে খেলা হবে না তাঁর। ম্যাচের আগের দিন এ কথা জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

শোনা যাচ্ছিল এমনিতেই হয়তো আকাশকে বাদ পড়তে হতে পারে। তাঁর জায়গায় হর্ষিত রানা খেলবেন বলে শোনা যাচ্ছিল। গম্ভীর এ দিন সরাসরি জানিয়ে দিলেন, আকাশ সিডনিতে খেলবেন না। তিনি বলেছেন, “পিঠের চোটের জন্য সিডনিতে আকাশ দীপ নেই।” ফলে ভারতীয় দলে একটি বদল অবশ্যম্ভাবী।

পার্‌থ টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। ভালই বল করেছিলেন তিনি। তবে অ্যাডিলেডে একেবারেই নজর কাড়তে পারেননি। লম্বা স্পেল এবং একটানা বোলিং করে যাওয়ার ধকল বোঝা যাচ্ছিল তাঁকে দেখে। ফলে ব্রিসবেনে হর্ষিতকে বসিয়ে আকাশকে দলে নেওয়া হয়। মেলবোর্নে টেস্টেও প্রথম একাদশে ছিলেন আকাশ। সেখানে হর্ষিত ১৫ জনের দলেই ছিলেন না। ফর্মে থাকা সত্ত্বেও সিডনিতে চোটের কারণে আকাশের খেলা হচ্ছে না।

Advertisement

জসপ্রীত বুমরাহ একটানা বল করার কারণে এমনিতেই তাঁর উপরে চাপ পড়ছে। সিডনিতে সিরিজ় বাঁচানোর টেস্টে তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। ৩০টি উইকেট নিয়ে এমনিতেই তিনি সিরিজ়ের সর্বোচ্চ উইকেটশিকারি। দলে রাখা হতে পারে মহম্মদ সিরাজকেও। আকাশের জায়গায় ফেরানো হতে পারে হর্ষিতকে। এ ছাড়া আরও এক পেসারকে দলে রাখার কথা ভাবছে ভারত। সে ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর বা রবীন্দ্র জাডেজার জায়গায় দলে আসতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement