West Indies Vs Bangladesh

৬১ রানে ৯ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজ়ের, নাহিদের দাপটে বাংলাদেশ এগিয়ে ২১১ রানে

বল হাতে দাপট দেখালেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। তাঁর দাপটে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:১৭
Share:

৫ উইকেট নেওয়ার পর বাংলাদেশের পেসার নাহিদ রানা। ছবি: এক্স।

বাংলাদেশের প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল, এই টেস্টেও প্রথম টেস্টের রিপ্লে দেখা যাবে। কিন্তু তা হতে দিলেন না নাহিদ রানা। বাংলাদেশের এই পেসারের সামনে ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং। শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৬১ রানে। ৫ উইকেট নিলেন নাহিদ। দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাট করলেন বাংলাদেশের ব্যাটারেরা। ফলে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২১১ রানে এগিয়ে তারা।

Advertisement

তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ়ের রান ছিল ১ উইকেটে ৭০। ক্রিজ়ে ছিলেন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও কেসি কার্টি। দিনের শুরুতে ব্রেথওয়েটকে ৩৯ রানের মাথায় আউট করেন নাহিদ। সেই শুরু। কার্টি আউট হন ৪০ রান করে। ওয়েস্ট ইন্ডিজ়ের আর কোনও ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। প্রথম ইনিংসে ১৪৬ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়। তাদের শেষ ৯টি উইকেটের মধ্যে ৪টি নেন নাহিদ। তাঁর গতি ও বাউন্সের সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরা। হাসান মাহমুদ নেন ২টি উইকেট। বাকি তিন বোলার তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন। টেস্ট ইতিহাসে দ্বিতীয় বার ২০০-র কম রানে আউট হওয়ার পরেও প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ।

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। ওপেনার মাহমুদুল হাসান জয় শূন্য রানে ফেরেন। তাতে দলের খেলার ধরন বদলায়নি। তিন নম্বরে নেমে শাহাদাত হাসান ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন। একই কাজ করেন মেহেদি। চার নম্বরে নেমে ৩৯ বলে ৪২ রান করেন তিনি। উইকেট পড়লেও বাংলাদেশের রান তোলার গতি কমেনি।

Advertisement

আর এক ওপেনার শাদমান ইসলাম অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ৪৬ রানের মাথায় আউট হন তিনি। লিটন দাস করেন ২৫ রান। দিনের শেষে ৫ উইকেটে ১৯৩ রান বাংলাদেশের। জাকের আলি ২৯ ও তাইজুল ৯ রানে ব্যাট করছেন। এখন বাংলাদেশ এগিয়ে ২১১ রানে। এখনও দু’দিনের খেলা বাকি। প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতা ফেরাতে মরিয়া তারা। তবে তার জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে বড়় লক্ষ্য দিতে হবে। চতুর্থ দিন সেই চেষ্টাই করবে বাংলাদেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement