News of The Day

ছত্তীসগঢ়ে ইস্পাত কারখানায় দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি। ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা। আর কী কী নজরে

ছত্তীসগঢ়ের মুঙ্গেলির ইস্পাত কারখানায় ভেঙে যাওয়া লোহার চিমনির ধ্বংসস্তূপে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৬:৩৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ছত্তীসগঢ়ের মুঙ্গেলিতে ইস্পাত কারখানায় চিমনি ভেঙে পড়ার পরবর্তী পরিস্থিতি

Advertisement

ছত্তীসগঢ়ের মুঙ্গেলিতে ইস্পাত কারখানায় একটি বড় লোহার চিমনি ভেঙে গিয়েছিল বৃহস্পতিবার বিকেলে। কারখানার অনেক শ্রমিক সেই চিমনির ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। দু’জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রশাসন। আরও অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

মালদহের তৃণমূল নেতা খুনের তদন্ত কোন পথে

Advertisement

মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের মামলায় উঠে এসেছে নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তৃণমূলেরই মালদহ শহর সভাপতি ছিলেন। বুধবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত নরেন্দ্রনাথ আপাতত রয়েছেন পুলিশি হেফাজতে। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, দুলালকে খুনে ‘মূলচক্রী’ তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ স্বপন শর্মা। ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা মালদহের তৃণমূল সহ-সভাপতি দুলালকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও জানায় পুলিশ। দুলাল খুনের মামলায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে খুনের তদন্ত কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে শুক্রবার।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতে বাধা পশ্চিমি ঝঞ্ঝা

তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে অনেকটাই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই সময় সর্বনিম্ন তাপমাত্রা যদি ১২-১৩ ডিগ্রির কাছাকাছি থাকে, তবে তাকে স্বাভাবিকই বলা যায়। পারদপতন হলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব একটা নেই বলে জানানো হয়েছে। বরং দক্ষিণবঙ্গে শীতের পথে কাঁটা বিছোতে পারে পশ্চিমি ঝঞ্ঝা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। নেপথ্যে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা।

পর্ন তারকাকে ঘুষ-মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্‌সকে ঘুষ দেওয়ার মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ওই মামলায় সাজা ঘোষণার কথা রয়েছে। সাজা ঘোষণা আপাতত স্থগিত রাখার জন্য নিউ ইয়র্কের প্রাদেশিক আদালতের আপিল বিভাগে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। ওই আবেদন খারিজ করে দিয়েছে নিউ ইয়র্কের প্রাদেশিক আদালত। এই অবস্থায় আমেরিকার সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। সাজা ঘোষণা স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এই অবস্থায় আজ ঘুষকাণ্ডে ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা হয় কি না, সে দিকে নজর থাকবে। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তার আগে ঘুষকাণ্ডে সাজা ঘোষণা ঠেকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন হবু প্রেসিডেন্ট।

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের শেষ দিন

আজ শেষ হচ্ছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। অন্যান্য রাজ্যে আগেই শেষে হয়েছে। কিন্তু বাংলায় শুরুতে সদস্য সংগ্রহের গতি শ্লথ ছিল। তাই সময়সীমা বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়। এ রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছিল বিজেপি। সেই লক্ষ্যের কতটুকু পূরণ হয়, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement