স্যর ডন ব্র্যাডম্যানের সেই টুপি। ছবি: সমাজমাধ্যম।
সবুজ রঙের একটি টুপি। সামনে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো। ভারত সিরিজ়ে সেই টুপি পরেছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্যর ডন ব্র্যাডম্যানের সেই টুপির দাম নিলামে উঠতে পারে দু’কোটি টাকারও বেশি। মঙ্গলবার সিডনিতে হবে নিলাম।
ভারত ১৯৪৭-৪৮ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। সেই সফরে ব্র্যাডম্যান পরেছিলেন উলের টুপিটি। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে চড়াচ্ছে ‘বোনহ্যামস’ সংস্থা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টুপিকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাদরে সেই টুপি দেওয়া হয়, যা অত্যন্ত সম্মানের বলে ক্রিকেটবিশ্বে খ্যাত।
সেই সিরিজ়ে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন ছ’টি ইনিংসে। গড় ছিল ১৭৮.৭৫। তিনটি শতরান এবং একটি দ্বিশতরান করেছিলেন তিনি। ব্র্যাডম্যান পরিহিত টুপিটির রং ফিকে হয়েছে। ছিঁড়েও গিয়েছে। তবু পুরনো জিনিস যাঁরা জমান তাঁদের কাছে এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি।
তবে ‘ব্যাগি গ্রিন’-এর মূল্যের দিক থেকে শেন ওয়ার্ন সবার আগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০২০ সালের শুরুর দিকে তাঁর টুপি নিলামে উঠেছিল। বিক্রি হয়েছিল ৫৫ কোটি টাকায়।
খোদ ব্র্যাডম্যানের টুপিও বেশি দামে বিক্রি হয়েছে। ১৯২৮ সালে যে টুপি পরে ব্র্যাডম্যানের অভিষেক হয়েছিল, সেটি ২০২০ সালে বিক্রি হয়েছিল প্রায় ২৫ কোটি টাকায়।