Rohit Sharma

১০ বছরের অপেক্ষা সার্থক, অবশেষে রোহিতের সই পেলেন ভারতীয় সমর্থক

ক্যানবেরার মানুকা ওভালে রবিবার তৈরি হয়েই এসেছিলেন তিনি। অধিনায়কের নাম ধরে চিৎকার করলেন বেশ কয়েক বার। অবশেষে লক্ষ্য সফল। ১০ বছর অপেক্ষা করার পর রোহিত শর্মার সই পেলেন এক ভারতীয় সমর্থক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২২:২১
Share:

ভারতীয় সমর্থকের ব্যাটে সই করছেন রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

ক্যানবেরার মানুকা ওভালে রবিবার তৈরি হয়েই এসেছিলেন তিনি। অধিনায়কের নাম ধরে চিৎকার করলেন বেশ কয়েক বার। তার পরেই বার বার বলতে লাগলেন ‘মুম্বই চা রাজা’। অবশেষে লক্ষ্য সফল। ১০ বছর অপেক্ষা করার পর রোহিত শর্মার সই পেলেন এক ভারতীয় সমর্থক।

Advertisement

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচের পর এই ঘটনা ঘটেছে। ওই ভারতীয় সমর্থকের সমস্ত পরিশ্রম সার্থক। ভারতীয় বোর্ড নিজেই সমর্থকের সই নেওয়ার ভিডিয়ো পোস্ট করেছে। দেখা গিয়েছে, অধিনায়কের উদ্দেশে কাতর স্বরে সেই সমর্থক বলছেন, “রোহিত ভাই এ বার তো আমার দিকে দেখো। দশ বছর কেটে গিয়েছে। রোহিত ভাই-ই মুম্বইয়ের রাজা।”

ভারতীয় বোর্ড সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছে, “এক দশকের অপেক্ষা অবশেষে শেষ। রোহিতের সই পাওয়ার জন্য এক সমর্থক ১০ বছর অপেক্ষা করেছেন। গত কাল তিনি ভাগ্যবান হয়েছেন।” সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রোহিত সমর্থকদের সঙ্গে কথা বলছেন। কয়েক জনকে ব্যাট এবং জার্সিতে সই করে দিয়েছেন। তার মধ্যেই আলাদা করে ওই ভারতীয় সমর্থক নজর কেড়ে নিয়েছেন।

Advertisement

প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল জিতেছে। সবচেয়ে বড় কথা, গোলাপি বলে প্রস্তুতিও সেরে ফেলেছে তারা। চার নম্বরে নেমে রোহিত নিজে অবশ্য ব্যর্থ হয়েছেন। মাত্র তিন রান করেছেন। দ্বিতীয় টেস্টে আবার অধিনায়কত্ব করবেন তিনি। তবে কত নম্বরে ব্যাট করতে নামবেন তা নিয়েই আপাতত চর্চা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement