গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এক দিন পরেই কলকাতা ডার্বি। গুয়াহাটিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইএসএলের ম্যাচ নিয়ে উন্মাদনা বাড়ছে। থাকছে দুই দলের প্রস্তুতির সব খবর।
রবিবার হতে পারে এল ক্লাসিকো। অপেক্ষা রিয়াল মাদ্রিদের জয়ের। তা হলেই সুপারকোপার ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ফুটবলপ্রেমীদের স্বপ্নপূরণ হবে? এ ছাড়াও থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর ও আইএসএলের ম্যাচ।
কলকাতা ডার্বি শনিবার, বাড়ছে উন্মাদনা, দুই দলের সব খবর
শনিবার কলকাতা ডার্বি। খেলা যুবভারতী থেকে গুয়াহাটিতে সরে গেলেও ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ নিয়ে উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। বড় ম্যাচে নামার আগে লাল-হলুদ এবং সবুজ-মেরুন শিবিরের সব খবর।
কলকাতা ডার্বির পরের দিনই এল ক্লাসিকোর সম্ভাবনা, রবিবার রাতে রিয়াল-বার্সেলোনা হবে?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কলকাতা ডার্বি হয়ে যাওয়ার পরের দিনই রয়েছে এল ক্লাসিকোর সম্ভাবনা। মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সুপারকোপার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল। বার্সেলোনা ফাইনালে উঠে গিয়েছে। অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সামনে মায়োরকা। রিয়াল জিতলেই রবিবার রাতে স্প্যানিশ ফুটবলে বড় ম্যাচ।
ক্রিকেট মানেই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা জল্পনা, থাকছে সব খবর
ক্রিকেটবিশ্বের আলোচনার কেন্দ্রে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন হতে পারে ভারতীয় দল, তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রশ্ন রয়েছে পাকিস্তানে প্রতিযোগিতা হওয়া নিয়েও। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
আইএসএলে একটিই ম্যাচ, লড়াই নর্থইস্ট ইউনাইটেড ও পঞ্জাব এফসি-র
আইএসএলে আজ মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও পঞ্জাব এফসি। ১৪ ম্যাচে ২২ পয়েন্টে রয়েছে নর্থইস্ট । শেষ তিনটি ম্যাচের দু’টিতে জিতেছে তারা, একটি ড্র করেছে। অন্য দিকে পঞ্জাবের ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট। তারা শেষ চারটি ম্যাচই হেরেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।