নেমারকে কি অলিম্পিক্স দলে দেখা যাবে? ফাইল ছবি
সম্ভাবনা কম। তবু নেমারকে ফের অলিম্পিক্স দলে চাইছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলের অলিম্পিক্স ফুটবল দলের কোচ আন্দ্রে জার্ডিন এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, নেমারকে টোকিয়ো অলিম্পিক্সের দলে পেতে ঝাঁপাবেন তাঁরা।
ছয় দশকের খরা কাটিয়ে ২০১৬-তে প্রথম বার ফুটবলে সোনা জিতেছিল ব্রাজিল। সেই দলের পুরোধা ছিলেন নেমারই। ফাইনালে জার্মানির বিরুদ্ধে পেনাল্টি শুট-আউটে তিনিই শেষ শটটি মেরে দেশকে সোনা এনে দেন। জার্ডিন বলেছেন, “আমরা সব থেকে সেরা দলটাই অলিম্পিক্সে নিয়ে যেতে চাই। নেমার আমাদের প্রধান খেলোয়াড়।”
তবে নেমারকে পেতে গেলে প্যারিস সঁ জঁ-র অনুমতি নিতে হবে ব্রাজিলকে। ফিফার আয়োজন ছাড়া দেশের হয়ে অন্য যে কোনও প্রতিযোগিতায় ফুটবলারকে পেতে গেলে সংশ্লিষ্ট ক্লাবের অনুমতি নিতে হয়। নেমারকে পাওয়া এ বার সত্যিই কঠিন। কারণ, ১৩ জুন থেকে ১১ জুলাই কোপা আমেরিকা খেলতে ব্যস্ত থাকবেন তিনি। অলিম্পিক্স শুরু ২১ জুলাই থেকে। তাই একটানা নেমারকে এতদিনের জন্য সম্ভবত কোনওমতেই ছাড়তে চাইবে না পিএসজি।