Jaipur Literature Festival

চেনা কলকাতার মধ্যে আছে মারওয়াড়িদের কলকাতাও, মনে করালেন শহরের লেখিকা

জয়পুরের সাহিত্য উৎসবে আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত আড্ডায় কলকাতার হিন্দি লেখিকা অলকা সারাওগি।

Advertisement

সুচন্দ্রা ঘটক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৮
Share:

কলকাতার মারওয়াড়ি সম্প্রদায়কে বুঝতে গেলে কলকাতার মানুষ হতে হবে, মনে করেন লেখিকা অলকা সারাওগি। নিজস্ব চিত্র।

কলকাতা শুধু বাঙালিদের কি বলা যায়? মারওয়াড়িরাও তো আছেন। বাংলা সাহিত্য কি তাঁদের দেখতে পায়? প্রশ্ন তুললেন লেখিকা।

Advertisement

এ কলকাতার মধ্যে যে আরও বহু কলকাতা আছে, সে কথা বাঙালি কবি বলেছেন। সব ক’টি কলকাতা সকলের কাছের নয়। এমনকি, পরিচিতও নয়। আবার কোনও কোনও কলকাতা পরিচিত হলেও মহানগরীর আপন হয়ে ওঠেনি কখনও। তেমনই এক কলকাতার প্রসঙ্গ তুললেন শহরেরই এক লেখিকা। অলকা সারাওগি।

এ শহরে জন্ম। বড় হওয়া। স্কুল, কলেজ সব। এমনকি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ। তার পর লেখালেখি। সাহিত্য অকাদেমি পুরস্কার। সব কলকাতায় বসে। কিন্তু তাঁকে কত জন কলকাতাবাসী চেনেন? ‘‘এখনও আমাকে কলকাতার বাইরের লোকেই বেশি চেনেন,’’ উত্তর ৬২-র অলকার।

Advertisement

কলকাতা শহর নিয়ে অভিযোগ আছে কি তাঁর? তেমনটাও নয়। এতগুলি বছর তো এ শহরেই কেটেছে। ঘর নিয়ে অভিযোগ খুব থাকে বলে মনে করেন না তিনি। তবে অনুযোগ থাকে। তাঁরও তো ঘর এই শহরই। জয়পুরের বিমানবন্দরে কলকাতার সাংবাদিকের সঙ্গে আলাপ হলে খুশি হন। গল্প করার ইচ্ছা হয়। আরও পাঁচজন নগরবাসীর ভিন্‌ রাজ্যে গিয়ে বাঙালিকে দেখলে যেমনটা হয় আর কি!

তবু অলকার কলকাতা আলাদা। নিজেই বলেন লেখিকা। বলেন, ‘‘আমি অন্য একটা কলকাতা চিনি। মারওয়াড়িদের কলকাতা আর বাঙালিদের শহর অনেক দিক থেকে আলাদা। বাঙালি পড়শি ছিল, কিন্তু স্কুলে থাকতে বাঙালিয়ানা কাকে বলে, ততটাও টের পাইনি। কলেজে গিয়ে বুঝি। পরে‌ মা আমাকে কম লেখাপড়া করতে বললেই বলতাম, আমার বাঙালি বাড়িতে জন্মানো উচিত ছিল।’’ বাঙালিরা এ কথা শুনলে যে অবাক হবেন, তা অলকাও জানেন। তবে তিনি গিয়েছেন হিন্দি মাধ্যম স্কুলে। সেখানে বন্ধুরা হিন্দিতে কথা বলতেন। বাড়িতেও তাই। আত্মীয়স্বজনও যথেষ্ট ছিলেন কলকাতাতেই। সে ভাবে বাংলা কথা শুনতে হয়নি ছোটবেলায়। ঘোর ভাঙে কলেজে গিয়ে। সেখানে নানা রকম ছাত্রছাত্রী। বেশির ভাগেই বাংলায় কথা বলেন। এবং জীবনযাত্রাও অন্য রকম।

আনন্দবাজার অনলাইনের বাঙালি সাংবাদিকের সঙ্গে আড্ডায় বসে কলকাতা নিয়েই গল্প করলেন অলকা। ঠিক যেমন বার বার উঠে এসেছে তাঁর লেখা গল্প-উপন্যাসে, সে সব কথাই আবার হল। মনে করালেন, বাঙালি আর মারওয়াড়ি বছর বছর একসঙ্গে এক শহরে থাকলেও একে-অপরের কাছে আসার চেষ্টা করেনি বিশেষ। সেটাই সবচেয়ে বেশি অবাক করে অলকাকে। সেই বিস্ময় বার বার ফিরে আসে তাঁর ‘শেষ কাদম্বরী’, ‘জানকীদাস তেজপাল ম্যানশন’-এ। সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস ‘কলিকথা ভায়া বাইপাস’-এও আসে সে কথা।

বাঙালিদের কলকাতা তাঁকে এখনও আপন করেনি ঠিকই। তবে এ শহরের কাছে খানিকটা কৃতজ্ঞ অলকা। বলেন, ‘‘মারওয়ারিদের বাঙালিরা নিচু চোখে দেখে ঠিকই। দুই সম্প্রদায়ের বিশেষ মিলমিশও নেই। কিন্তু কলকাতায় এসে মারওয়াড়ি মহিলাদের তো লাভই হয়েছে।’’ বাঙালি মহিলারা যে ভাবে এগিয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তা দেখে মারওয়াড়িরা অনুপ্রাণিত হয়েছে বলে মনে করেন লেখিকা। ‘‘যদিও এখনও বাঙালিরা বিশ্বাস করেন না যে মারওয়াড়িরা লখাপড়া করে। আমার কথা বলায় তো এক বাঙালি আমার বন্ধুকে বলেছিলেন, ‘মারওয়াড়িরা আবার লেখে নাকি’! কিন্তু সে সব তো লেগেই থাকে। মারওয়াড়িরাও বাঙালিদের ‘কাঙালি’ বলে। বাঙালিরাও মারওয়াড়িদের ‘মেরো’ বলে। আবার সকলেই কলকাতার লোক,’’ মন্তব্য অলকার।

তবে কলকাতার মারওয়াড়ি সম্প্রদায়কে বুঝতে গেলে কলকাতার মানুষ হতে হবে, মনে করেন লেখিকা। বিশ্বযুদ্ধের আমলে কলকাতার মারওয়াড়ি আর এখনকার মারওয়াড়ির মধ্যে অনেক ফারাক আছে। কলকাতা না চাইলেও তো সে সব এ শহরেরই ইতিহাসের অংশ। তাই তাচ্ছিল্যের তোয়াক্কা খুব একটা করেন না তিনি। নিজের মতো করে নিজের কলকাতার কথা বলে চলেন। তা-ও আবার হিন্দি ভাষায়। তাঁর চোখ দিয়ে হিন্দি সাহিত্যের পাঠকরা কলকাতা শহরকে চিনতেও শেখেন। জয়পুরের সাহিত্য উৎসবে এসেও নিজের শহরের কথাই তো বলেছেন ল্যান্সডাউন এলাকার বাসিন্দা অলকা। যেমন ভাবে হিন্দি সাহিত্য পাঠের দিকে জোর দিয়েছেন, তেমন ভাবেই কলকাতার কথাও বলেছেন। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডার মাঝে বলেন, ‘‘বাংলা সাহিত্য-সিনেমা মারওয়াড়িদের একই ভাবে দেখেছে। সে সত্যজিৎ রায়ের মতো বড় মাপেরই কেউ হোন না কেন। সকলের চোখেই মারওয়াড়িরা সুযোগসন্ধানী ব্যবসায়ী। সকলেই খুব ধনী। বুদ্ধিজীবী বাঙালিদের থেকে অনেক দূরের। কিন্তু তা তো ঠিক নয়। নানা রকম মারওয়াড়ি আছেন। ঠিক যেমন বিভিন্ন মানসিকতার বাঙালিরা আছেন। কলকাতায় এত বছর পরও মারওয়াড়িরা যেন সেই ইহুদি হয়ে রয়ে গিয়েছেন। কলকাতা শহরের গল্প বলতে বলতে সেই ভুল ধারণা ভাঙার চেষ্টা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement