গলার কালচে ছোপ উঠবে সহজেই। ছবি: সংগৃহীত।
সামনেই বন্ধুর বিয়ে। বিয়েতে পরার জন্য ব্যাঙ্কের লকার থেকে সোনার বেশ কিছু গয়না নিয়ে এসেছেন। আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে পরে দেখছিলেন কেমন লাগছে। সযত্নে তুলে রাখা গয়না একেবারে নতুনের মতো ঝকঝক করছে। কিন্তু গলায় যে হারটি পরেছেন, তার ফাঁক থেকে উঁকি দিচ্ছে ত্বকের কালচে ছোপ।
স্ক্রাব, প্যাক, ময়েশ্চারাইজ়ার কিংবা সানস্ক্রিন নিয়ম করে মুখে মাখলেও গলা কিংবা ঘাড়ের কালচে ছোপ নিয়ে সকলে সচেতন নন। তা ছাড়া ঘামের উপর ধুলো-ময়লা জমলেও অনেক সময়ে এই ধরনের ছোপ পড়ে। রোদে পোড়া দাগ তোলাও বেশ কঠিন হয়। তার উপর যত দামি গয়নাই পরুন না কেন, দেখতে মোটেই ভাল লাগে না। তবে ঘরোয়া কয়েকটি উপাদান ব্যবহারে এই দাগছোপ কিন্তু তুলে দেওয়া যায়।
ঘরোয়া কোন কোন উপাদানে কালচে ছোপ তোলা যাবে?
বেকিং সোডা
দু’চামচ বেকিং সোডা জলে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। কালচে ছোপের উপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভিজে আঙুল দিয়ে স্ক্রাব করে নেবেন। বেকিং সোডা লাগানোর পর অবশ্যই ময়েশ্চারাইজ়ার লাগাবেন।
আলুর রস
একটা আলু গ্রেট করে ছেঁকে রস বার করে নিন। এই রস তুলোয় লাগিয়ে কালচে ছোপের অংশে লাগিয়ে রাখুন। একদম শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলবেন।
অ্যাপ্ল সাইডার ভিনিগার
অ্যাপ্ল সাইডার ভিনিগারের মধ্যে থাকা অ্যাসিড ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে। একটু জলের সঙ্গে অ্যাপ্ল সাইডার ভিনিগার মিশিয়ে গলায় লাগিয়ে রাখুন। ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলবেন। তাড়াতাড়ি ফল পেতে রোজ স্নানের আগে এই অভ্যাস তৈরি করুন।