শিয়ালদহ ডিআরএম দফতরের সামনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অবস্থান-বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
রেল হকারদের উপর আরপিএফের ‘হেনস্থা’র অভিযোগে শিয়ালদহ ডিআরএম দফতর অভিযান করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়ন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সোমনাথ শ্যাম প্রমুখ। দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ করেন সংগঠনের নেতা-কর্মীরা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
অবস্থান মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের ‘সর্বনাশা’ শ্রম কোড বাতিলের দাবি তুলেছেন সাংসদ ঋতব্রত। সেই সঙ্গেই রেলের ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন নিশ্চিত করার দাবি ও রেল পরিষেবার বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদও করা হয়েছে।