বর্ষায় লেন্সের যত্ন নেবেন কী ভাবে। —ফাইল চিত্র।
বর্ষা এসেছে বঙ্গে। ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে ব্যাক্টেরিয়া, ছত্রাকের প্রকোপ বাড়ে এই সময়টাতে। চোখের বিভিন্ন রকম সংক্রমণও দেখা দেয়। তাই এই সময়টাতে চশমা বা লেন্সের বিশেষ যত্ন নিতে হয়। তা না হলে চোখ ফুলে ওঠা, চোখে জ্বালা ভাব, অনবরত জল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
কী ভাবে লেন্সের যত্ন নেবেন?
১) লেন্স পরার আগে ও পরে হাত ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না, বরং কোনও সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।
২) বেশিক্ষণ লেন্স পরলে চোখের জল শুকিয়ে যায়, কর্নিয়ার ক্ষতি হতে পারে। ৬-৮ ঘণ্টার বেশি একটানা লেন্স কখনওই পরবেন না। লেন্স বাছার সময় দেখে নেবেন সেই লেন্স কত সময় ধরে পরে থাকা যায়।
৩) লেন্স খোলার পরে যেখানে রাখছেন সেই বাক্সটা নিয়মিত পরিষ্কার করতে হবে। লেন্সে নোংরা লেগে থাকলে সেটা চোখে ঢুকে কর্নিয়ার সংক্রমণ ঘটাতে পারে। চোখে অ্যালার্জির কারণও হতে পারে।
৪) রাতে ঘুমানোর আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে সংক্রমণ হয়ে যেতে পারে।
৫) কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় প্রতি তিন মাস অন্তর লেন্সের পাত্রটি পরিবর্তন করতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে রাখা জরুরি।
৬) লেন্স পরে সাঁতার কাটা, স্নান করা ঠিক নয়। জলে থাকা নানা জীবাণু লেন্সে জমে চোখের সংক্রমণ হতে পারে। এই সমস্যা বাড়লে দৃষ্টি চলে যেতে পারে।
৭) প্রতি তিন মাস অন্তর লেন্স বদলাতে হবে।
৮) রঙিন লেন্স দেখতে আকর্ষণীয় সেই বিষয় কোনও সন্দেহ নেই। কিন্তু নিয়মিত পরার জন্য রঙিন লেন্স ব্যবহার না করাই ভাল।