— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জুয়ার আড্ডায় হানা দিয়ে ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে হস্তগত করার অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযু্ক্ত পুলিশকর্মী বারাণসীর বাসিন্দা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শহরেরই এক আবাসনে হানা দেন তিনি। সেখানে শহরের ব্যবসায়ীরা মিলে জুয়ার আসর বসিয়েছিলেন। আবাসনে ঢুকে ওই ব্যবসায়ীদের হাতেনাতে ধরে ফেলেন ওই পুলিশকর্মী। এর পরেই তিনি সেই আসর থেকে প্রায় ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার নামে হাতিয়ে নেন বলে অভিযোগ।
ওই আবাসনের নিরাপত্তারক্ষী পুলিশকে জানিয়েছেন, গত ৭ নভেম্বর একটি জিপে করে এসে আবাসনের সামনে নামেন ওই পুলিশকর্মী। তাঁর সঙ্গে অন্যান্য পুলিশকর্মীদের পাশাপাশি আরও এক যুবক ছিলেন। আবাসনে ঢোকার সময় নিজেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্পেশাল ডিউটি অফিসার হিসাবে পরিচয় দেন ওই যুবক। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি স্থানীয় সাংবাদিক। ভুয়ো পরিচয়ে আবাসনে ঢোকার চেষ্টায় ছিলেন তিনি। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মী হলেন সারনাথের ইন্সপেক্টর পরমহংস গুপ্ত। যে গাড়িটিতে করে তাঁরা এসেছিলেন, সেটিও তাঁরই। আবাসনে পৌঁছে তিনি এবং সাংবাদিক যুবকটি ওই ঘরে ঢোকেন। বাকিরা সে সময় বাইরেই অপেক্ষা করছিলেন। অভিযোগ, এর পরেই জুয়ার আসর থেকে প্রায় ৪০ লক্ষ টাকা বেআইনিভাবে বাজেয়াপ্ত করে বেরিয়ে আসেন ওই পুলিশকর্মী।
পুলিশ কমিশনার মোহিত অগরওয়াল এ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়়িয়ে পড়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে। দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’