Punjab

প্রলোভন দেখিয়ে অপহরণ কিশোরীকে, ধর্ষণে সাহায্যের অভিযোগ, পাঁচ বছর পর পঞ্জাব থেকে ধৃত তরুণী

ওই তরুণী ২০১৯ সালে কানঝাওয়ালা থানায় নথিভুক্ত একটি নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পঞ্জাবের লুধিয়ানার জনতা নগর থেকে তাঁকে ধরা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১০:০৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালিকা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ বছর পর পঞ্জাব থেকে ২৩ বছরের তরুণীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দিল্লি পুলিশ জানিয়েছে, পঞ্জাবের লুধিয়ানা থেকে ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণীর নাম গীতা। ২০১৯ সালে কানঝাওয়ালা থানায় নথিভুক্ত একটি নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্ত ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ২০১৯ সালের নভেম্বর মাসে নির্যাতিতা নাবালিকাকে প্রলোভন দেখিয়ে গুজরাতের সুরাটে নিয়ে গিয়েছিলেন গীতা। সে সময় ওই নাবালিকার বয়স ছিল ১৫। সুরাটে নিয়ে যাওয়ার পর ওই কিশোরীকে মাদক খাইয়ে একাধিকবার গণধর্ষণ করা হয়। ২০২০ সালে দিল্লি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তার জবানবন্দিও রেকর্ড করা হয়। তখনই জানা যায়, গীতার নির্দেশেই সুরাটে প্রায় চার মাস ধরে তাকে ধর্ষণ করেছে দুই যুবক।

নাবালিকার বয়ানের ভিত্তিতে তিন অভিযুক্তের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। অভিযুক্তদের ধরতে বেশ কয়েকটি দলও গঠন করে পুলিশ। কিন্তু ধর্ষণে অভিযুক্ত দুই যুবক ধরা পড়লেও বারবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন গীতা। এ বার ধর্ষণের ঘটনার পাঁচ বছর পর সেই তরুণীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পঞ্জাবের লুধিয়ানার জনতা নগর থেকে তাঁকে ধরা হয়েছে। নতুন করে শুরু হয়েছে তদন্তও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement