S Jaishankar

আমেরিকার নির্বাচনের ফল ভারত-আমেরিকা সম্পর্কের উপর প্রভাব ফেলবে না, মন্তব্য জয়শঙ্করের

সদ্য নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এর পরেই ‘বন্ধু’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মোদী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৪:১৩
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। — ফাইল চিত্র।

আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে ভারত উদ্বিগ্ন নয়! এমনটাই জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ‘‘নানা দেশ আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তিত। কিন্তু আমরা নই।’’

Advertisement

রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, ‘‘আমেরিকার নির্বাচনের ফল ভারত-আমেরিকা সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। এর আগেও দল নির্বিশেষে আমেরিকার একাধিক প্রেসি়ডেন্টের সঙ্গেই সুসম্পর্ক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনকি সর্বশেষ নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেও শুভেচ্ছা জানান তিনি।’’

জয়শঙ্কর বলেন, ‘‘যখন ওবামা প্রেসিডেন্ট ছিলেন, তখনও মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তার পর ট্রাম্প প্রেসিডেন্ট হলেন। তারও পরে এলেন বাইডেন। জয়ের পর ট্রাম্পের পাওয়া প্রথম তিনটি ফোন কলের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা ছিল। তিনি সহজ-স্বাভাবিক ভাবেই এই সুসম্পর্কগুলি গড়ে তোলেন।’’ এর পরেই জয়শঙ্করের দাবি, অন্যান্য দেশগুলি আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বিগ্ন হলেও, ভারত একেবারেই চিন্তিত নয়। বিদেশমন্ত্রীর মতে, ভারতের অভ্যন্তরীণ বিকাশও এর জন্য দায়ী। জয়শঙ্কর আরও জানিয়েছেন, বর্তমানে ভারতের বিদেশনীতির মূল লক্ষ্য অর্থনৈতিক নীতির উপর জোর দেওয়া। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নের লক্ষ্যেই এই নয়া নীতি ভারতের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পেরও প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী।

Advertisement

উল্লেখ্য, গত ৬ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে পা রেখেছেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এর পরেই ‘বন্ধু’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মোদী। সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে তাঁর কিছু পুরনো ছবি পোস্ট করে মোদী লিখেছেন, ‘‘চলুন একসঙ্গে কাজ করি!’’ সেই সঙ্গে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বে শান্তি এবং স্থিতি বজায়ে সম্মিলিত ভাবে কাজ করার কথাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement