Udaipur

শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব নিয়ে বচসা, উদয়পুরে বিদেশি পর্যটককে গুলি করে ফেরার ৪ যুবক

শনিবার ভোরে উদয়পুরের একটি বেসরকারি হাসপাতালের সামনে গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ফেলে পালিয়ে যান চার যুবক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৩০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

হোটেলের ঘরে বচসা, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব। শেষমেশ বচসার জেরে বিদেশি মহিলা পর্যটককে গুলি করে পালালেন চার যুবক। শনিবার রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে। তবে অভিযুক্ত চার যুবক এখনও ফেরার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তাইল্যান্ডের বাসিন্দা। কয়েক দিনের জন্য ভারতে এসেছিলেন। তাঁর বুকের বাঁ দিকের পাঁজরে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পর গুলিটি বার করা গেলেও তাঁর অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

শনিবার ভোরে উদয়পুরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি গেটের সামনে গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ফেলে পালিয়ে যান চার যুবক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তদন্তের স্বার্থে হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আরও জানা গিয়েছে, পর্যটক ভিসায় বান্ধবীর সঙ্গে ভারতে এসেছিলেন ওই মহিলা। এর পর উদয়পুরেই একটি হোটেলে উঠেছিলেন দু’জনে। সেখানেই চার যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এর পর যুবকেরা ওই মহিলাকে সাত কিলোমিটার দূরের অন্য একটি হোটেলে ডেকে পাঠান। তাঁর জন্য একটি ভাড়া করা গাড়িও পাঠানো হয়। সেই মতো মহিলা ওই হোটেলে পৌঁছন। অভিযোগ, এর পরেই যুবকেরা তাঁকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন। শুরু হয় বচসা। এক পর্যায়ে ওই মহিলাকে গুলি করে বসেন যুবকদের এক জন।

Advertisement

রবিবার উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গয়াল বলেন, ‘‘ওই গাড়িচালককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, ওই বিদেশি মহিলা দেহব্যবসার সঙ্গে যুক্ত। সম্ভবত হোটেলের ঘরে সেই সংক্রান্ত কোনও বচসা থেকেই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত চার যুবকের মধ্যে তিন জনকে শনাক্ত করা হয়েছে। চার জনের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement