Mysterious death

আবর্জনার স্তূপের কাছে পড়ে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ, রহস্য ঘনাল দিল্লিতে

পুলিশ জানিয়েছে, ওই মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শারীরিক হেনস্থারও কোনও প্রমাণ মেলেনি বলে দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৫:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

আবর্জনার স্তূপের কাছে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। রবিবার উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় একটি হাসপাতালের কাছে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে।

Advertisement

দেহটি উদ্ধার করে পুলিশ। ওই মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শারীরিক হেনস্থারও কোনও প্রমাণ মেলেনি বলে দাবি করেছে পুলিশ। ওই মহিলার বয়স ৪০ বছর বলে অনুমান তদন্তকারীদের।

Advertisement

ওই মহিলা মাদকাসক্ত ছিলেন বলে সন্দেহ করেছেন পুলিশের এক আধিকারিক। দেহটির পাশ থেকে আর কিছু পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement