আরজি কর আবহে ঘটা তিন ঘটনায় আগেই ফাঁসি! বাংলার পুলিশের চেয়ে কোথায় পিছোল সিবিআই?
কোনও মামলায় ৫৫ দিন। কোথাও দু’মাস। প্রত্যেকটি মামলাই নৃশংস খুন এবং ধর্ষণের। আরজি কর কাণ্ডের আবহে এ রকম একাধিক মামলা শিরোনামে। যদিও প্রচার মাধ্যমের আলো তাতে পড়েনি।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১১:৩৪
Share:
Advertisement
কোনও মামলায় ৫৫ দিন। কোথাও দু’মাস। প্রত্যেকটি মামলাই নৃশংস খুন এবং ধর্ষণের। আরজি কর
কাণ্ডের আবহে এ রকম একাধিক মামলা শিরোনামে। যদিও প্রচার মাধ্যমের আলো তাতে পড়েনি। বাংলার পুলিশই তদন্ত করে আদালতে সর্বোচ্চ সাজার আবেদন করেছে।