চার ছাত্রীকে পিষে দিল ট্রাক। ছবি: সংগৃহীত।
স্কুল ছুটির পরে বাস ধরার জন্য দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে চার স্কুলছাত্রীকে পিষে দিল সিমেন্ট বোঝাই ট্রাক। কেরলের পলাক্কড়ের ঘটনা। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় এ রকম ঘটনা এর আগেও বার বার ঘটেছে। তার পরেও প্রশাসনের টনক নড়েনি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ পানায়ামপদমের কাছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল চার ছাত্রী। বাড়ি ফেরার বাস ধরার অপেক্ষায় ছিল তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুরন্ত গতিতে ছুটে আসছিল ট্রাকটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায় গাড়িটি। তার জেরে উল্টে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উপরে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের কাছে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করত ওই চার ছাত্রী। ঘটনার পরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। বিধায়ক রাহুল মামকুটাথিল জানিয়েছেন, এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।