(বাঁ দিকে) পঞ্জাবের প্রাক্তন সাংসদ সিমরণজিৎ সিংহ মান। কঙ্গনা রানাউত (ডান দিকে)। —ফাইল চিত্র।
ধর্ষণ কী ভাবে হয় কঙ্গনা রানাউত তা জানেন। তাঁকেই জিজ্ঞাসা করা উচিত। একটি জনসভা থেকে এমন মন্তব্য করেছেন শিরোমণি অকালি দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন সাংসদ সিমরণজিৎ সিংহ মান। তাঁর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, নারীদের অসম্মান করে কথা বলেছেন সিমরণজিৎ। বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনার উদ্দেশে তাঁর এই মন্তব্য কুরুচিকর এবং অপমানজনক বলেও অভিযোগ করছেন অনেকে।
কৃষক আন্দোলন নিয়ে যে মন্তব্য কঙ্গনা করেছিলেন, তার জবাব দিতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন সিমরণজিৎ। কঙ্গনা বলেছিলেন, এ বছর কৃষক আন্দোলন চলাকালীন সেখানে একাধিক ধর্ষণের ঘটনাও ঘটেছে। হরিয়ানার করনালে একটি জনসভায় বক্তৃতা করার সময় কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করেন অকালি দলের নেতা। তিনি বলেন, ‘‘ধর্ষণ নিয়ে কঙ্গনার অনেক অভিজ্ঞতা রয়েছে। কী ভাবে ধর্ষণ হয়, আপনারা তা কঙ্গনাকে জিজ্ঞাসা করতে পারেন। ধর্ষণ কী ভাবে হয়, মানুষের তা জানা দরকার।’’
কৃষক আন্দোলনে ধর্ষণ নিয়ে করা কঙ্গনার মন্তব্যেও বিস্তর বিতর্ক হয়েছিল। সম্প্রতি কঙ্গনা জানিয়েছেন, ওই মন্তব্য করা তাঁর উচিত হয়নি। দলের তরফেও ওই মন্তব্যের জন্য তাঁকে সতর্ক করা হয়েছিল। আগামী দিনে দলের নীতি অনুযায়ী মন্তব্য করবেন বলেও জানান কঙ্গনা। তবে অকালি দলের প্রাক্তন সাংসদের মন্তব্যের জবাব দিয়েছেন মন্ডীর বিজেপি সাংসদ। কঙ্গনা সে প্রসঙ্গে বলেছেন, ‘‘এখন তো আমাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এ ভাবে আমাকে চুপ করিয়ে রাখা যাবে না।’’ তিনি আরও বলেন, ‘‘আজকাল শিল্পীরও কণ্ঠরোধ করা হচ্ছে। কিছু মানুষ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমি তাঁদের বন্দুকে ভয় পাই না।’’
সিমরণজিতের মন্তব্যে ধর্ষণের গুরুত্বকে খাটো করা হয়েছে বলে মনে করেন কঙ্গনা। তিনি বলেছেন, ‘‘একজন সিনিয়র নেতা ধর্ষণের মতো ঘটনাকে সাইকেল চালানোর মতো তুচ্ছ করে বলছেন। ধর্ষণকে তুচ্ছ করে দেখার স্বভাব থেকে এই দেশ কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। যেন মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনও মজার কথা। পুরুষতান্ত্রিক সমাজের মননে এত গভীর ভাবে এই ধারণা গেঁথে রয়েছে, যে মহিলাদের কটাক্ষ করতেও সহজেই ধর্ষণের উদাহরণ টানা যায়। এটা দুর্ভাগ্যজনক।’’