— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কুকুরের লড়াইয়ে বাজি ধরে রমরমিয়ে চলছিল জুয়ার ‘ঠেক’! এ বার সেই ঠেকেই অভিযান চালিয়ে ৮১ জনকে ধরল পুলিশ। শুক্রবার গভীর রাতে রাজস্থানের হনুমানগড় জেলার খামারবাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কয়েক জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
হনুমানগড়ের পুলিশ সুপার আরশাদ আলি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হনুমানগড়ের ওই খামারবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে থেকেই ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কয়েক জন পুলিশ আসছে টের পেয়ে পাঁচিল টপকে পালিয়েছেন। তাঁদের খোঁজ চলছে। টাকাপয়সার পাশাপাশি ১৫টি গাড়িও আটক করা হয়েছে। ধৃতদের কয়েক জনের কাছে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের দাবি, মাঝেমাঝেই ওই খামারবাড়িতে জুয়ার ঠেক বসত। চলত কুকুর লড়িয়ে বাজি ধরার খেলা। খামারবাড়ি থেকে ১৯টি বিদেশি কুকুরকে উদ্ধার করা হয়েছে। লড়াইয়ের কারণে কিছু কুকুর চোটও পেয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বেশির ভাগই পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। কুকুরগুলিকে তাঁরা ব্যক্তিগত গাড়িতে করে সুদূর রাজস্থানে নিয়ে গিয়েছিলেন। এই জুয়ার ঠেকের আয়োজন করতে সমাজমাধ্যমে একটি গ্রুপও বানানো হয়েছিল। সেই গ্রুপে প্রায় ২৫০ সদস্য রয়েছেন। সেখান থেকেই পরস্পরের সঙ্গে আলাপ হয় অভিযুক্তদের। ধৃতদের বিরুদ্ধে পশুদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।