Bomb Threat in Gurugram School

অনলাইন ক্লাস চাই, অগত্যা স্কুলে বোমা রাখার হুমকি ইমেল! গুরুগ্রামে আটক ১২ বছরের খুদে

বোমা রাখার খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় স্কুলে। দ্রুত গুরুগ্রাম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ। এর পরেই তদন্তে নেমে ১২ বছরের ওই ছাত্রকে আটক করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রোজ স্কুলে যেতে ভাল লাগে না। চাই অনলাইন ক্লাস। অগত্যা স্কুলে ইমেল করে বোমা রাখার হুমকিবার্তা পাঠিয়ে বসল বছর বারোর খুদে! সম্প্রতি গুরুগ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার ওই ছাত্রকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৬৫ এলাকার এক বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। সেখানে বলা হয়েছিল, স্কুলে বোমা রাখা হয়েছে। দ্রুত গুরুগ্রাম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ। এর পরেই তদন্তে নেমে ১২ বছরের ওই ছাত্রকে আটক করে পুলিশ।

গুরুগ্রাম পুলিশের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, অভিযুক্ত কিশোর ওই স্কুলেরই ছাত্র। জেরার মুখে ওই পড়ুয়া পুলিশকে জানিয়েছে, সে ভেবেছিল, স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লে এর পর থেকে অনলাইন মাধ্যমে ক্লাস হবে! তাই সাতপাঁচ না ভেবেই স্কুলে ইমেল করে বসে ছাত্রটি।

Advertisement

গুরুগ্রামের স্টেশন হাউস অফিসার নবীন কুমার সংবাদসংস্থাকে বলেন, ‘‘ইমেল প্রেরকের খোঁজ করতে নেমে ওই খুদের সন্ধান পেয়েছে পুলিশ। ছাত্রকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পরিস্থিতির গুরুত্ব না বুঝেই ঘটনাটি ঘটিয়েছে ওই ছাত্র।’’ তবে ঘটনার নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না, বা ছাত্রটি কারও কথা শুনে ওই বার্তা পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখতে এখনও তদন্ত চলছে। ওই ছাত্র তদন্তে সহায়তাও করছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement